বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে রোহিত শর্মার ভারতীয় দল। রোহিত শর্মা ম্যাচে নামার সময় বেশ কয়েকটি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। তার ফল জেতেনি হাতেনাতে পেয়েছিলেন এমনটা হয়তো নয় কিন্তু শেষ পর্যন্ত তিনি যে পাকিস্তানের বিরুদ্ধে হাড়ের মুখ দেখেন নি তাঁর সবচেয়ে বড় কারণ ছিল হার্দিক পান্ডিয়া। অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স করে তিনি ভারতকে জয় এনে দেন।
রোহিত শর্মা এই ম্যাচে একজন অতিরিক্ত বোলার নিয়ে নেমেছিলেন। আবেশ খান গুরুত্বপূর্ণ সময়ে একটি উইকেট নিলেও তিনি দুই ওভার মাত্র বল করেছেন এবং তাতে অনেকটাই বেশি রান বিলিয়েছেন। দলের বাকি দুই মূল পেসার ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপ সিং আর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চেয়ে তার বোলিং অনেকটাই নিম্নমানের ছিল। রিশভ পন্তের বদলেই রোহিত শর্মা আবেশকে সুযোগ দিয়েছিলেন। ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার রিশব পন্থের মুখের ওপর ক্যামেরা ফোকাস করে এবং দেখা যায় যে তিনি উদ্বিগ্ন হয়ে ম্যাচ দেখছেন।
তবে মাঠে না থাকলেও অন্য কারণে শিরোনামে চলে এসেছেন পন্থ। ম্যাচ শেষে তাকে চাহাল এবং রোহিত শর্মার সঙ্গে কোন বিষয়ে আলোচনা করতে দেখা যায়। রফিক এবং চাহাল যেন তাকে গ্যালারির দিকে তাকাতে বলেন এবং পন্থ গ্যালারির দিকে তাকানো মাত্রই তারা দুইজন হাসিতে ফেটে পড়েন। নেটিজেনদের অনেকেরই ধারণা রোহিত শর্মা এবং চাহাল তাকে গ্যালারিতে বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে খুঁজতে বলছিলেন।
Meanwhile rohit and yuzi searching for @UrvashiRautela to patchup#RishabhPant #UrvashiRautela pic.twitter.com/scPdE8Wik6
— Prashant tiwari (@prashan1611) August 29, 2022
রিশভ পন্থের সঙ্গে ঊর্বশী রাউতেলার সাম্প্রতিক দ্বন্দ্বের বিষয়টি কারোর কাছেই আর অজানা নয়। কাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বলিউড অভিনেত্রীকে ভারত বনাম পাকিস্তান ম্যাচ উপভোগ করতে দেখা যায়। যদিও কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন একজন যখন তাকে প্রশ্ন করেছিলেন যে তার প্রিয় ক্রিকেটারের নাম কি তখন ঊর্বশী জানিয়েছিলেন যে তিনি ক্রিকেট একেবারেই দেখেন না কাজেই কোন ক্রিকেটার পছন্দের নয়। তার পরেও তাকে এদিন ভারত বনাম পাকিস্তান ম্যাচে উপস্থিত থাকতে দেখে অনেকেই তার সেই মন্তব্য টেনে এনে নায়িকাকে ব্যঙ্গ করেছেন।
Rishabh and Urvashi spotted watching the match #UrvashiRautela #INDvsPAK #AsiaCup2022 #RishabhPant pic.twitter.com/qhGZ2snEGM
— Athar (@AtharAkram3) August 28, 2022
সম্প্রতি, বলিউড হাঙ্গামার সাথে একটি সাক্ষাৎকারের নিজের এবং পন্থের সম্পর্কের বিষয়ে মন্তব্য করেছিলেন ঊর্বশী। তিনি জানিয়েছিলেন যে কীভাবে মিডিয়ার কারণে তার এবং পন্থের মধ্যে সম্পর্ক শেষ হয়েছিল। যদিও তিনি সরাসরি পন্থের নাম নেননি এবং তাকে “RP” হিসাবে সম্বোধন করেছিলেন। তিনি এটাও জানিয়েছিলেন যে বারাণসীতে তিনি যখন শুটিংয়ে ব্যস্ত ছিলেন তখন একদিন হোটেলে ফিরে তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় “RP” নামের ওই ক্রিকেটার তার সঙ্গে দেখা করতে এসেছিল এবং তাকে ১৬-১৭ বার ফোন করেছিল। কিন্তু তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে ঘুমের মধ্যে থেকে সেই ফোন বুঝতে পারেননি এবং ক্রিকেটারটি দীর্ঘ কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর চলে যায়। এই ঘটনায় তার খারাপ লেগেছে বলে মন্তব্য করেছেন ঊর্বশী।
এরপর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছিলেন পন্থ। পোস্টটি যদিও পরে মুছে ফেলেন তিনি কিন্তু তিনি তারকা অভিনেত্রীকে খোঁচা দিয়ে লিখেছিলেন “এটা মজার যে কীভাবে লোকেরা শুধুমাত্র সামান্য জনপ্রিয়তার জন্য এবং শিরোনাম পাওয়ার জন্য সাক্ষাৎকারে মিথ্যা বলে। দুঃখের বিষয় যে কিছু লোক কি করে শুধুমাত্র খ্যাতি এবং নামের জন্য এত তৃষ্ণার্ত। ঈশ্বর তাদের মঙ্গল করুন। মিথ্যার ও একটা সীমা থাকে।” তার এই টুইটের পর ঊর্বশী রাউতেলা তাকে পাল্টা আক্রমণ করে লিখেছিন “ছোটু ভাইয়ার এখন ব্যাট বল খেলা উচিত। ছোট বাচ্চা তোর জন্য আমি মুন্নি হয়ে বদনাম হতে পারবো না। রাখির শুভেচ্ছা রইলো কিন্তু একজন নীরব নারীর ধৈর্যের পরীক্ষা নিও না।” তাদের এই ঠান্ডা যুদ্ধ নেটিজেনদের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠেছিল। কালকের এই ঘটনা বিষয়টিকে আরও উস্কে দেয়।