কাল T-20 ফরম্যাটে সর্বোচ্চ রানসংগ্রাহকের লড়াইয়ে ভিন্ন ভিন্ন প্রান্তে মাঠে নামবেন রোহিত ও গাপ্টিল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল স্কটল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে রোহিত শর্মাকে ছাড়িয়ে গিয়েছেন মার্টিন গাপ্টিল। এই দুই ব্যাটার এখন টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচে রোহিত গাপ্টিলকে টপকে গিয়েছিলেন। কিন্তু গতকাল স্কটল্যান্ড এর বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে নিউজিল্যান্ড ওপেনার ৪০ রানের ইনিংস খেলে ফের রোহিতকে টপকে গেছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পরে রোহিত শর্মার টি-টোয়েন্টি রান সংখ্যা দাঁড়িয়েছিল ৩৩৭৯। স্কটল্যান্ড এর বিরুদ্ধে ৪০ রানের ইনিংস খেলে গাপ্টিল পৌঁছেছেন ৩৩৯৯ রানে। বর্তমানে ভারতীয় অধিনায়কের থেকে ২০ রানে এগিয়ে রয়েছে আক্রমণাত্মক কিউয়ি ওপেনার। সেই ম্যাচে ফিনলে অ্যালানের শতরানে ভর করে স্কটল্যান্ডকে ৬৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।

কাল রোহিত শর্মা এবং মার্টিন গাপ্টিল দুজনেই টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে নিউজিল্যান্ড। অপরদিকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামেন রোহিত শর্মারা। এখনো অবধি নিজের টি-টোয়েন্টি কেরিয়ারে ১২৮ টি ম্যাচ খেলেছেন রোহিত। মার্টিন গাপ্টিল সেই জায়গায় ১১৬ টি ম্যাচ খেলেছেন। কিন্তু কিউয়ি তারকা কেরিয়ারের শুরু থেকেই একজন ওপেনার ছিলেন আর রোহিত শর্মা শুরু করেছিলেন একজন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে।

টি-টোয়েন্টিতে রোহিত (৩২.১৮) ও গাপ্টিলের (৩২.৩৭) এভারেজও প্রায় সমান সমান। কাল যাই হোক না কেন রোহিত শর্মা এই সিরিজে আরও চারটি ম্যাচ হাতে পাবেন গাপ্টিলকে টপকে যাওয়ার জন্য। যদিও আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড, কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবধি গোটা এশিয়া কাপের সাথে সাথে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবধি যে রোহিত শর্মা এগিয়ে থাকবেন তা একপ্রকার নিশ্চিত করেই বলা যায়।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর