বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) রোহিত শর্মা (Rohit Sharma) এবং তার নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team) অসাধারণ ছন্দে রয়েছে। ভারত পরপর তিন ম্যাচ জিতে অসাধারণ ভাবে এগিয়ে চলেছে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করার দিকে। ভারত নিজেদের তিনটি ম্যাচে যেভাবে দাপট দেখিয়ে জয় পেয়েছে বিশ্বকাপে এখনো অবধি কোনও দল অতটা দাপট দেখাতে পারেনি। তার মধ্যে রোহিত শর্মা এই বিশ্বকাপে একটি বিশেষ রেকর্ড করেছিলেন যা সম্প্রতি ভেঙে দিয়েছেন নেদারল্যান্ডস (Netherlands) অধিনায়ক স্কট এডওয়ার্ডস (Scott Edwards)।
রোহিত শর্মা আফগানিস্তানের বিরুদ্ধে অসাধারণ শত রান করেছিলেন। আফগানিস্তানকে একেবারেই হালকা ভাবে নেওয়া উচিত নয় কোনও দলেরই। কারণ তাদের হাতে রয়েছে তিনজন বিপজ্জনক স্পিনার। ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করে তারা। একটা লড়াই করার মতো স্কোরও খাড়া করতে পেরেছিল আফগানরা। কিন্তু রোহিত শর্মার ব্যাটিং ঝড়ে যাবতীয় ওলট-পালট হয়ে যায়।
চলতি বিশ্বকাপে প্রথম কোন দলের অধিনায়ক হিসেবে ম্যাচের ফেরার পুরস্কার জিতেছিলেন রোহিত শর্মা নিজের দুর্দান্ত শতরানের জন্য। অস্ট্রেলিয়ার কামিন্স বা ইংল্যান্ডের বাটলার বা পাকিস্তানের বাবর এর মতন তারকা ক্রিকেটার যারা অন্য দেশের অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন তাদের পক্ষে এমনটা করে ওঠা এখনো সম্ভব হয়নি।
কিন্তু রোহিতের এই রেকর্ডটি এবার ছুঁয়ে ফেলেছেন গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটানো নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। রাবাডা, লুঙ্গি, মহারাজদের সামলে তিনি ৭৮ রানের একটি মনে রাখার মতন ইনিংস খেলেছিলেন এবং শেষপর্যন্ত ওই ইনিংসটি দুই দলের মধ্যে তফাৎ গড়ে দিয়েছিল।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজন কেবলমাত্র ২টি ছক্কা, একসঙ্গে সৌরভের ২ টি রেকর্ড ভাঙার সুযোগ রোহিতের
রোহিত শর্মা একা নন তিনিও অধিনায়ক হিসেবে চলতে বিশ্বকাপের ম্যাচের ফেরার পুরস্কার যে তার সুযোগ পেয়ে যান গতকাল। তবে রোহিত শর্মার মনে সেই নিয়ে বিন্দুমাত্র দুঃখ থাকা উচিত নয়। বরং চলতে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে আটকে দেওয়ার জন্য স্কটকে ধন্যবাদ জানানো উচিত রোহিতের। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার হারের পর টুর্নামেন্টে মাত্র দুটি দল রয়েছে যারা এখনো একটিও ম্যাচে হারের মুখ দেখেনি। প্রথমটি হল রোহিতের ভারত। দ্বিতীয় দল হল নিউজিল্যান্ড। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলে তারপর ভারতের পরবর্তী প্রতিপক্ষ হিসেবে থাকছে কিউয়িরা।