বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ভারতের সবচেয়ে সকল অভিযোগের মধ্যে একটি হলো রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের জুটি। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এই জুটির পথচলা শুরু হয়। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হিট হয়েছিল এই জুটি। তারপর ভারতকে অসংখ্য ম্যাচ তারা নিজেদের দমেই জিতিয়েছে। ওপেনিংয়ে রোহিত ধাওয়ান এবং তিন নম্বরে কোহলি, এই কম্বিনেশন দেখলে অনেক সময় বিপক্ষ মানসিকভাবে ম্যাচ শুরু হওয়ার আগেই হেরে যেত।
ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ খেলতে লন্ডনের ওভালে মাঠে নামবে দুই পক্ষ। রোহিত শর্মার নেতৃত্বে এটি ভারতের প্রথম বিদেশের মাটিতে ওডিআই সিরিজ। এই সিরিজে ওপেনার হিসেবে রোহিত শর্মার সাথে শিখর ধাওয়ান কে দেখতে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আজ মাঠে কিছুটা সময় কাটাতে পারলেই এই জুটি একটি বড় রেকর্ড করে ফেলবে। চীন এবং সৌরভের পর প্রথম ভারতীয় ওপেনিং জুটি হিসেবে ওয়ানডে ক্রিকেটে এই রেকর্ডের অধিকারী হবে শিখর ধাওয়ান এবং রোহিত শর্মার জুটি।
এর আগে চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি রোহিত শর্মা। সেই সফরের ওডিআই সিরিজে ভারতের হয়ে শিখর ধাওয়ান এবং লোকেশ রাহুল ওপেনিং করেছিলেন। পাবান চূড়ান্ত সফল হয়েছিলেন কিন্তু ভারতকে তাও সিরিজে হারের মুখ দেখতে হয়। আজ ফের একবার ওয়ানডেতে নিজেদের অতিপরিচিত ধাওয়ান-রোহিতের জুটিকে দেখতে মুখে ক্রিকেটপ্রেমীরা। আজ মাত্র 6 রানে ওপেনিং পার্টনারশিপ করতে পারি দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসেবে ৫০০০ রান করার কীর্তি গড়ে ফেলবেন তারা।
ভারতীয় ক্রিকেটের দ্বিতীয় এবং বিশ্ব ক্রিকেটের চতুর্থ জুটি হিসেবে তারা এই মাইলফলক টপকাবেন। মুহূর্তে ১১১ টি ম্যাচ খেলে তাদের মধ্যে ৪৯৯৪ রানের পার্টনারশিপ হয়েছে। সচিন-সৌরভের ওয়ান ডে ওপেনিং জুটি ১৩৬ টি ইনিংস খেলে ৬৬০৯ রান করেছিলেন। সচিন এবং সৌরভের ওপেনিং জুটি ছিল বিশ্ব ক্রিকেটের সর্বকালের সবচেয়ে সফল ওয়ানডে ওপেনিং জুটি। তারা ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের দুই ওপেনার গর্ডন গ্রিনিজ এবং ডেসমন্ড হেইন্স (৫১৫০) এবং অস্ট্রেলিয়ার ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপজয়ী দলের ওপেনিং জুটি ম্যাথু হেডেন এবং অ্যাডাম গিলক্রিস্ট (৫৪৭২) ওডিআই ওপেনিং জুটি হিসাবে ৫০০০ রানের গন্ডি অতিক্রম করতে পেরেছিলেন।