বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপে (2023 ODI World Cup) টানা পঞ্চম জয় পেল ভারতীয় দল (Indian Cricket Team)। দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডকে রুখে দিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে নিজেদের জায়গাটাও মজবুত করলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। ভারতীয় দলে চোট আঘাতের সমস্যার কারণে আজ উইনিং কম্বিনেশন পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন রোহিত। সকলের মনে আশঙ্কা ছিল যে এই ঘটনা শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) ভারতের খেলায় কোনও প্রভাব ফেলবে কিনা সেই নিয়ে। কিন্তু মহম্মদ শামি (Md. Shami) ও বিরাট কোহলির (Virat Kohli) দাপুটে পারফরম্যান্স কোনও অঘটন ঘটতে দেয়নি।
যদিও আজ হয়তো এখনো অবধি বিশ্বকাপের সবচেয়ে বেশি কঠিন পরীক্ষাটার মুখোমুখি পড়তে হয়েছিল ভারতীয় দলকে। নিউজিল্যান্ড টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে রীতিমত কোণঠাসা হয়ে যাওয়ার পরেও ম্যাচে ফিরেছিল রাঁচিন রবীন্দ্র (৭৫) ও ড্যারেল মিচেলের (১৩০) ব্যাটে ভর করে।
কিন্তু ভারতীয় দলকে বিপদের মুখোমুখি হতে দেয়নি মহম্মদ শামি। এশিয়া কাপে এবং বিশ্বকাপে তাকে মূল একাদশে সুযোগ দিচ্ছিলেন না রোহিত। হার্দিকের জায়গায় আজ তাকে বাধ্য হয়ে খেলাতে হয়। আর সুযোগ পেলেই নিজের যোগ্যতার অসাধারণ প্রমাণ দিলেন তিনি। নতুন বল হাতে মাঝের ওভারে, আর সবচেয়ে বেশি করে ডেথ ওভারে নিজের যোগ্যতার প্রমাণ দিলেন এই তারকা। দুর্দান্ত বোলিং করে নিজের ১০ ওভারে ৫৪ রান দিয়ে নিলেন ৫ উইকেট। রোহিত শর্মার শামিকে বেঞ্চে বসিয়ে রাখার এই সিদ্ধান্ত এখনও অবাক করছে অনেককে।
আরও পড়ুন: ভেঙে গেল ক্রিস গেইলের রেকর্ড! বিরাট কোহলিই এখন ICC প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে
তবে আজ হার্দিকের অনুপস্থিতিতে অধিনায়ক রোহিতকে মাঝের ওভারগুলিতে কিছুটা অসহায় দেখিয়েছে। বোলিং পরিবর্তনের সময় তার নেওয়ার সিদ্ধান্তগুলোর কোনও ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল না। একবার বিরাট কোহলির সঙ্গে তর্কেও জড়াতে দেখা গিয়েছিল তাকে। দুজনের মধ্যে উত্তপ্ত কিছু বাক্য বিনিময় হয়। তবে রোহিতের অধিনায়কত্বর পাশাপাশি আজ ভারতীয় দলের ফিল্ডিং ও একটা কারণ যার জন্য ভারতের সামনে এতটা কড়া চ্যালেঞ্জ প্রস্তুত করতে পেরেছে নিউজিল্যান্ড।
Rohit Sharma and Virat Kohli argument 😱#ViratKohli #RohitShetty#NZvIND #NZvsIND #INDvsNZ #ICCCricketWorldCup pic.twitter.com/1TUSS8Ue0u
— Ayush Jain (@aestheticayush6) October 22, 2023
আরও পড়ুন: নিজের রেকর্ডই ভাঙছেন রোহিত! ক্রিকেটের ইতিহাসে কোনও ভারতীয় যা করেনি, সেটাই করলেন হিটম্যান
তুমি রোহিত শর্মার নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে শুধু মাত্র বিরাট কোহলির না অনেকের সমস্যা ছিল। তাকে দলে না নেওয়াটা যে ভুল ছিল সেটা শামি নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে আরও একবার প্রমাণ করলেন। আশা করা যায় হার্দিক পান্ডিয়া সুস্থ হয়ে ফিরলেও এবার শামিকে নিয়মিতভাবেই দেখা যাবে একাদশে। তবে ম্যাচের পর আবার রোহিত এবং বিরাটের আনন্দে ভরা মুখ নিয়ে একে অপরকে আলিঙ্গন করার চিত্রও সকলকে স্বস্তি দিয়েছে। রোহিত শর্মা আজ ৪৬ রান করে আউট হন এবং অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন। আবার বিরাট কোহলি ৯৫ রান করে ড্রেসিংরুমে ফেরেন এবং সচিনের ওডিআই শতরান সংখ্যার রেকর্ড ছোঁয়ার থেকে একটুর জন্য বঞ্চিত হন। তবে আশা করা যায় চলতে বিশ্বকাপে সেই কাজটা করে ফেলতে পারবেন তিনি।