বাংলা হান্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাড্ডাহাড্ডি লড়াইতে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। সমগ্র বিশ্বের ক্রিকেট অনুরাগীদের চোখ রয়েছে এই ম্যাচের দিকে। যেখানে প্রথম ইনিংসে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারের ৭ উইকেট হারিয়ে করে ২৫১ রান। যার জবাবে ব্যাট করতে নেমে এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৩১.৩ ওভারে ১৪২ রান করে ফেলেছে টিম ইন্ডিয়া। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চ্যাম্পিয়ন্স ট্রফির এই চূড়ান্ত ম্যাচে দুর্ধর্ষ ইনিংস খেলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
রোহিতের (Rohit Sharma) ইনিংসে মুগ্ধ অরূপ:
৮৩ টি বল খেলে ৭৬ রান করে ফেলেছেন তিনি। রোহিত এই ইনিংসে ৭ টি ৪ এবং ৩ টি ছক্কা মেরেছেন। এমতাবস্থায়, এই উত্তেজক ম্যাচে স্বয়ং অধিনায়কের কাছ থেকে এই দুর্ধর্ষ ইনিংস উপহার পেয়ে স্বভাবতই খুশি ক্রিকেট অনুরাগীরা। ঠিক এই আবহেই এবার ফেসবুকে প্রতিক্রিয়া জানালেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী।
;
ফাইনাল ম্যাচের খেলা চলাকালীনই ফেসবুকে একটি পোস্ট করেছেন অরূপ। যেখানে তিনি লিখেছেন, “যা বুঝলাম সৌগত রায় আসলে রোহিত শর্মাকে ভোকাল টনিক দিয়ে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। তাই আজ এই দুর্ধর্ষ ইনিংস রোহিতের।” প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি তৃণমূল সাংসদ সৌগত রায়ের রোহিত শর্মার উদ্দেশ্যে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছিল তুমুল সমালোচনা।
আরও পড়ুন: একী কাণ্ড! কঠিন পরিস্থিতির সম্মুখীন ভারত, উধাও ১১৩০০০০০০০০০০০০ টাকা, কপাল খুলল চিনের
শুধু তাই নয়, ক্রিকেট অনুরাগীদের পাশাপাশি রাজনৈতিক মহলেও সৌগত রায়ের ওই প্রতিক্রিয়ার কড়া নিন্দা জানানো হয়। আসলে, সৌগত রায় কংগ্রেস পার্টির মুখপাত্র শামা মোহাম্মদের রোহিত শর্মাকে “মোটা” এবং “অকার্যকর” অধিনায়ক হিসেবে বিবেচিত করার প্রতিক্রিয়াকে কার্যত সমর্থন জানিয়েছিলেন।
আরও পড়ুন: ২ টি নয়, অলিম্পিকে ৩ টি পদক হাসিল করতে পারতেন মনু ভাকের! কীভাবে হল মিস?
এর পাশাপাশি তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে ভারতীয় দলে রোহিত শর্মা আদৌ অনুপযুক্ত নন বলেও দাবি করেন। আর তাঁর এহেন প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতেই শুরু হয় তুমুল সমালোচনা। সৌগত রায়ের এই মন্তব্যের তীব্র নিন্দা জানান প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দাও। শুধু তাই নয়, অশোক দিন্দা আরও জানান, রোহিত ভালো খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী হয়ে তাঁর পারফরম্যান্সের মাধ্যমেই এই সমালোচনার উত্তর দেবেন। এমতাবস্থায়, রোহিত যেভাবে ফাইনালের মঞ্চে দাপট দেখিয়ে ব্যাটিং করেছেন তাতে ক্রিকেট অনুরাগীরা যে অত্যন্ত খুশি তা আর বলার অপেক্ষা রাখে না।