টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন রোহিত শর্মা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি টোয়েন্টি সিরিজে দাপট দেখিয়ে জয় পাওয়ার পর টেস্ট সিরিজে ফের শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মোহালিতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে নতুন টেস্ট অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এর আগে সীমিত ফরম্যাটে ভারতের অধিনায়কত্ব করলেও এই সিরিজে প্রথমবার টেস্ট দলের অধিনায়কত্ব করছেন রোহিত। কিন্তু অধিনায়কত্বের প্রথম ম্যাচেই একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড জুড়েছে রোহিতের নামের সাথে। অধিনায়কত্বের এমন রেকর্ড নিজের নামে করে নিয়েছেন রোহিত, যা খুব বেশি টেস্ট অধিনায়কের নেই।

প্রথম টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব নেওয়া রোহিত শর্মার ক্রিকেটের এই বৃহত্তম ফরম্যাটে অর্থাৎ টেস্ট ফরম্যাটে ভারতীয় দলের ৩৫ তম অধিনায়ক। ৩৪ বছর ৩০৮ দিন বয়সে প্রথমবারের মতো ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব করতে পেরেছেন রোহিত। তিনি এখন গত ৬০ বছরে ভারতের দ্বিতীয় সবচেয়ে বয়স্ক অধিনায়ক হয়েছেন। এক্ষেত্রে তিনি কিংবদন্তি লেগস্পিন বোলার অনিল কুম্বলের থেকে পিছিয়ে রয়েছেন শুধু। কুম্বলে ৩৭ বছর ৩৬ দিন বয়সে প্রথমবারের মতো টেস্ট দলের অধিনায়ক হন।

rohit sharma test

রোহিত শর্মা বর্তমানে তিন ফরম্যাটেই ভারতের একমাত্র অধিনায়ক। রোহিত ইতিমধ্যেই ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছিলেন গত বছরই। কিন্তু সম্প্রতি বিরাট কোহলি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর টেস্ট দলের অধিনায়ক কে হবেন তা নিয়ে বিস্তর আলোচনা চলেছিল। কিন্তু শেষপর্যন্ত নির্বাচকরা রোহিতের ওপরেই ভরসা রেখেছেন। তিন ফরম্যাটেই ভারতীয় দলের অধিনায়কত্ব করা পঞ্চম খেলোয়াড় হয়েছেন রোহিত। তার আগে শুধুমাত্র বীরেন্দ্র সেওবাগ, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে তিন ফরম্যাটেই ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন।

ভারত এবং শ্রীলঙ্কা দুই দলের মধ্যে দ্বৈরথের ইতিহাস অবশ্য খুব পুরোনো নয়। দুই দলের মধ্যে ভারতের মাটিতে ২০টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে ভারত ১১ টি ম্যাচ জিতেছে এবং ৯ টি ম্যাচ ড্র হয়েছে, তবে শ্রীলঙ্কা এখনও ভারতে টেস্ট ম্যাচ জিততে পারেনি। তবে এই মুহূর্তে প্রথম ম্যাচের লড়াইয়ে এখনও অবধি ভারসাম্য বজায় আছে। প্রতিবেদন লেখার সময় ভারত ২৫০ রান বোর্ডে তুললেও ৫ টি উইকেটও হারিয়েছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর