বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ব্যাট করতে নেমে একটি বড় রেকর্ড করে ফেলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে ৩০০ টি চার মারার রেকর্ড গড়েছেন তিনি। আজ প্রথমে ব্যাট করতে নেমে ২০ বলে ৩১ রান করেন হিটম্যান। তার ইনিংসটি সাজানো ছিল ৩ টি চার ও ২টি ছক্কা দিয়ে। এর আগে দেশের হয়ে টি-টোয়েন্টি কেরিয়ারে ২৯৮টি চার মেরেছিলেন রোহিত। আজ আরও তিনটি চার মারায় সংখ্যাটি দাঁড়ালো ৩০১।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩০০ চার মারার রেকর্ড রয়েছে আয়ারল্যান্ডের তারকা ব্যাটার পল স্টার্লিংয়ের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৪টি ম্যাচ খেলে ৩২৫টি চার মারার রেকর্ড রয়েছে তার। তাকে ছুঁতে অবশ্য আরও কয়েকটি ম্যাচ সময় লাগবে ভারতীয় অধিনায়কের।
পঞ্চম ওভারের পঞ্চম বলে ইংল্যান্ডের হয়ে আজ অভিষেক করা ৩৪ বছর বয়সী বোলার রিচার্ড গ্লেসনের বল ফ্রন্টফুটে হুক করতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েন রোহিত। বলেছেন এর পরের ওভারেই বিরাট কোহলি অন্ধের মত কভারের উপর দিয়ে শট খেলতে গেলে বল ব্যাটের কানায় লেগে ওপরে উঠে যায় এবং পয়েন্টে ধরা পড়েন কোহলি। তিনি মাত্র ১ রান করে আউট হওয়ার পরের বলেই রিশভ পন্থকে ফেরান সেই গ্লেসন।
পরে নিজেদের মধ্যে ২৮ রানের একটি পার্টনারশিপ গড়ে তোলেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। কিন্তু একাদশতম ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে ৮৯ রানের দলগত স্কোরে প্রথমে সূর্যকুমার এবং পরে পান্ডিয়াকে পরপর দুই বলে ফেরত পাঠান ক্রিস জর্ডান। এরপর ১৭ বল খেলে মাত্র ১২ রানে আউট হন দীনেশ কার্তিক। কিন্তু ভারতকে উদ্ধার করেন রবীন্দ্র জাদেজা। প্রথমে দীনেশ কার্তিক এবং পরে হর্ষল প্যাটেলের সঙ্গে জুটি বেঁধে ভারতকে ১৭০ অবধি পৌঁছে দেন তিনি। নিজে ২৯ বলে ৫টি চার সহ করেন অপরাজিত ৪৬ রান। ৬ বলে ১৩ রান করে তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন হর্ষল। অভিষেককারী রিচার্ড গ্লেসন ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩টি উইকেট নেন ক্রিস জর্ডনও। এরপর রান তাড়া করতে নেমে ভুবনেশ্বর, বুমরাদের সামনে বেকায়দায় ইংল্যান্ড। প্রতিবেদনটি লেখার সময় তাদের স্কোর ৪ উইকেট হারিয়ে ৪১।