বাংলা হান্ট নিউজ ডেস্ক: নাগপুরে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারতীয় দল। মোহালিতে প্রথম ম্যাচ খেলতে নেমে রানের পাহাড় গড়েও হারের মুখ দেখতে হয়েছিল ভারতীয় দলকে। কিন্তু নাগপুরে যে তার পুনরাবৃত্তি হয়নি তার বড় একটা কারণ হল টস। মোহালিতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ফিঞ্চ। কিন্তু গতকাল টস ভাগ্য সহায় হয়েছিল রোহিত শর্মার জন্য তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে।
কাল প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুর চার ওভারে ৩ উইকেট তুলে নিয়ে অজিদের চাপে ফেলে দিয়েছিল ভারতীয় দল। বিশেষ করে গত ম্যাচের মতো এই ম্যাচে অক্ষর প্যাটেলের বোলিং খুবই কার্যকরী প্রমাণিত হচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত বুমরা, হর্ষলদের পিটিয়ে ম্যাথু ওয়েড ২০ বলে ৪৩ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন এবং দলকে পৌঁছে দেন ৯০ রানের স্কোরে।
এরপর ব্যাটিং করতে নেমে উল্টোদিক থেকে পরপর রাহুল, বিরাট এবং সূর্যকুমারদের খোয়ালেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন রোহিত শর্মা। অজি বোলারদের ওপর ক্রমাগত আক্রমণ অব্যাহত রেখেছিলেন ভারতীয় অধিনায়ক। শেষ ওভারে দীনেশ কার্তিক ম্যাচ ফিনিশ করলেও রোহিত অপরাজিত থাকেন ২০ বলে ৪৬ রানের একটি অভাবনীয় ইনিংস খেলে।
এই ইনিংস খেলতে গিয়ে রোহিত শর্মা একটি বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল মার্টিন গাপ্টিলের (১৭১) নামে। গত ম্যাচই যখন রোহিত শর্মা ১১ রানে আউট হয়েছিলেন তখন তিনি গাপ্টিলকে ছুঁয়ে ফেলেছিলেন।
এরপর অজিদের বিরুদ্ধে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪৬ রানের ইনিংসটি খেলার সময় আরও চারটি ছক্কা মারেন এবং গাপ্টিলকে টপকে গিয়ে সর্বোচ্চ ছক্কার (১৭৬) মালিক হয়েছেন হিটম্যান। তার এই রেকর্ড সহজে ভাঙ্গার নয় কারণ অ্যাক্টিভ ক্রিকেটারদের মধ্যে তৃতীয় স্থানে এই দুজনের পর রয়েছেন অ্যারন ফিঞ্চ যার ছক্কা সংখ্যা ১১৯।