টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল রেকর্ড গড়লেন রোহিত, ধোনি কোহলিকেও ছাপিয়ে গেলেন হিটম্যান

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিমধ্যেই একাধিক রেকর্ড করে ফেলেছেন হিটম্যান রোহিত শর্মা। গতকাল রাজস্থান রয়েলসের বিরুদ্ধে একদিকে যেমন জয়ে ফিরল মুম্বাই ইন্ডিয়ান্স, তেমনি অন্যদিকে এক বিশেষ রেকর্ড কায়েম করলেন রোহিত। যদিও এই ম্যাচে তেমন বড় ইনিংস খেলতে পারেননি হিটম্যান। কিন্তু মাত্র ১৩ বলে ২২ রানের ইনিংস খেলেন তিনি তাঁর ছিল যথেষ্ট বিস্ফোরক।

এর আগে পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ৩৯৮ টি মেরেছিলেন রোহিত শর্মা। মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে মুস্তাফিজুর রহমানের বলে নিজের প্রথম ছক্কা হাঁকান হিটম্যান, এরপর শ্রেয়াস গোপালের বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে ৪০০ ছক্কা মারার রেকর্ড তৈরি করেন তিনি। জানিয়ে রাখি এশিয়া ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই অনবদ্য কৃতিত্ব স্থাপন করলেন রোহিত শর্মা। শুধু আইপিএলের নিরিখে দেখতে গেলে এখনো পর্যন্ত মোট ২২৭ টি ছক্কা হাঁকিয়েছেন হিটম্যান।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে চারশোর বেশি ছক্কা মারার রেকর্ড কোন ভারতীয়ের থাকলেও তিনশোর বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে রোহিত সহ মোট চারজন ভারতীয় ব্যাটসম্যানের।এদের মধ্যে চার নম্বরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ৩৩৮ টি টি -টোয়েন্টি ম্যাচে ৩০৩টি ছক্কা মেরেছেন তিনি। তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ৩১১ টি টি -টোয়েন্টি ম্যাচে ৩১৫ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তালিকায় দ্বিতীয় স্থান মিস্টার আইপিএল সুরেশ রায়নার। টি -টোয়েন্টিতে তার সংগ্রহে রয়েছে ৩২৫ টি ছক্কা। এই তালিকায় সবার ওপরে অবশ্যই হিটম্যান।

IMG 20210919 131743

আর সারা বিশ্বের নিরিখে দেখতে গেলে টি-টোয়েন্টিতে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের দখলে। তালিকার প্রথম স্থানে ইউনিভার্স বস ক্রিস গেইল। ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে হাজার ছক্কা মারার রেকর্ডও পূরণ করে ফেলেছেন তিনি। মাত্র ৪৪৬ টি টি -টোয়েন্টি খেলে তার সংগ্রহে রয়েছে ১০৪৬ টি ছক্কা। এর পরেই রয়েছেন কিরন পোলার্ড, মাত্র ৫৬১টি টি-টোয়েন্টিতে ৭৫৫ ছক্কা মেরেছেন তিনি। পোলার্ডের পরে এই তালিকায় রয়েছেন রাসেল, তার সংগ্রহে রয়েছে ৫১০ টি ছক্কা। সারা বিশ্বের নিরিখে এই তালিকায় এরপর শোভা পাচ্ছে ব্রেন্ডন ম্যাককালাম (৪৮৫), শেন ওয়াটসন (৪৬৭), এবি ডি ভিলিয়ার্সের নাম (৪৩৪) এবং এর পরেই রয়েছেন রোহিত শর্মা।


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর