বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলের দীর্ঘদিনের দুই অভিজ্ঞ তারকা চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানেকে দল থেকে বাদ দিয়েছেন, যেখানে রোহিত শর্মা অধিনায়কত্বের দায়িত্ব নেবেন এবং যশপ্রীত বুমরা সহ- অধিনায়কের দায়িত্ব নেবেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য রোহিত শর্মাকে টেস্ট অধিনায়ক মনোনীত করার পরে, নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা শনিবার বলেছিলেন যে ডানহাতি ব্যাটার এই মুহূর্তে ভারতের এক নম্বর ক্রিকেটার। চেতন শর্মার এই বক্তব্যের অর্থ হল সেরা ক্রিকেটারের ক্ষেত্রে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে ছাপিয়ে গিয়েছেন রোহিত শর্মা। কারণ এতদিন ভক্ত থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররাও, বিরাট কোহলিকে দেশের এক নম্বর ক্রিকেটার হিসেবে বিবেচনা করতেন।
একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্স চলাকালীন চেতন শর্মা বলেছেন, “রোহিত শর্মা আমাদের দেশের এক নম্বর ক্রিকেটার, তিনি ক্রিকেটের তিনটি ফরম্যাটেই খেলছেন। তার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা কীভাবে রোহিতকে পরিচালনা করি। ভাল, ক্রিকেটাররা তাদের শরীরের যত্ন নেয়। সময়ে সময়ে আমরা রোহিতের সাথে আলোচনা করব। এত বড় ক্রিকেটার যদি দেশকে নেতৃত্ব দেন, তাহলে আমরা নির্বাচক কমিটির কাজটা সহজ হয়ে যায়।”
তিনি বলেছেন, “ভবিষ্যতে কী সমস্যা আসতে পারে তা অনুমান করা কঠিন, রোহিত এখন ফিট এবং ভালো আছেন। আমরা আমাদের প্রত্যেক ক্রিকেটারকে বিশ্রাম দেব, আমরা তাদের যথাযথ বিশ্রাম দিতে চাই। ক্রিকেটারদের শরীরের বিশ্রাম প্রয়োজন, আমরা সেটা দেখবো।”