দুরন্ত ব্যাটিং করে কোহলিকে পেছনে ফেলে দিলেন রোহিত, একদিনে দুটি বড় রেকর্ড হিটম্যানের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের একবার সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহকের তালিকায় কিউয়ি ওপেনার মার্টিন গাপ্টিলকে টপকে গেলেন রোহিত শর্মা। স্কটল্যান্ড এর বিরুদ্ধে নিউজিল্যান্ডের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪০ রানের একটি ইনিংস খেলে রোহিত শর্মাকে কুড়ি রানে পেছনে ফেলে দিয়েছিলেন মার্টিন গাপ্টিল। কিন্তু আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্কটল্যান্ড এর দ্বিতীয় ম্যাচে তিনি মাঠেই নামেননি। সেই সুযোগ কাজে লাগিয়ে ফির একবার নিজেকে টি-টোয়েন্টি ফরমেটিভ সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত করলেন রোহিত। কিউয়ি ওপেনারের রানসংখ্যা দাঁড়িয়ে ৩৩৯৯-এ। আজ ব্যাট হাতে ৬৪ রান করে রোহিতের রান সংখ্যা ৩৪৪৩।

আজ রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে আরো একটি বড় রেকর্ড করেছেন। আজকে তার অর্ধশতরানটি ছিল তার টি-টোয়েন্টি কেরিয়ারের ২৭ তম অর্ধশতরান। সেই সঙ্গে তার ঝুলিতে রয়েছে চারটি শতরান। আজকের ম্যাচের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সবচেয়ে বেশি বার ৫০ রানের গন্ডি পেরোনোর রেকর্ড গড়লেন হিটম্যান। এর আগে ৩০ টি পঞ্চাশের ওপর স্কোর নিয়ে কোহলি এবং রোহিত শর্মা এই তালিকায় সমানে সমানে ছিলেন। ২৬ টি অর্ধশতরান নিয়ে তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে শুধু অর্ধশতরানের দিক দিয়ে দেখলে বিরাট কোহলি এখনও তার চেয়ে এগিয়ে আছেন।

IMG 20210920 111927

টপ অর্ডারের সাদামাটা ব্যাটিং পারফরম্যান্সের মধ্যে আজ এক উজ্জ্বল ব্যতিক্রম রোহিত শর্মা। তার পারফরম্যান্স নিয়ে কিছুদিন আগেও অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আজকে ৪৪ বলে ৭টি চার এবং ২টি ছক্কা সহ ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে নিন্দুকদের জবাব দিলেন তিনি। আজ জ্বলে ওঠেন ইংল্যান্ড সফরে খুব একটা ভালো পারফরম্যান্স করতে না পারা দীনেশ কার্তিকও। প্রথমে জাদেজা (১৬) এবং পরে অশ্বিনকে (১৩*) সঙ্গে নিয়ে ভারতকে পৌঁছে দেন ১৯০ রানের গন্ডিতে। ১৯ বলে ৪টি চার এবং ২ টি ছক্কা সহ ৪১ রান করেন তিনি। ভারতের রান পৌঁছয় ১৯০-এর গন্ডিতে

জবাবে ব্যাট করতে নেমে প্রতিবেদনটি লেখার সময় রবি অশ্বিন, রবি বিশ্নই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং এবং রবীন্দ্র জাদেজাদের দুরন্ত বোলিংয়ের দাপটে ১০২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডার বাদে প্রতিটি ব্যাটার সেট হয়েও বড় রান করতে ব্যর্থ হন। ভারতের জয় এখন শুধু সময়ের অপেক্ষা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর