সচিনের বিরাট রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা! এশিয়া কাপে নতুন ইতিহাস লিখলেন হিটম্যান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপের (2023 Asia Cup) দ্বিতীয় ম্যাচে জয় ফিরলো ভারতীয় দল (Indian Cricket Team)। এই ম্যাচেও থাবা বসিয়েছিল বৃষ্টি। ৫০ ওভারের বদলে ভারতীয় দলকে ব্যাটিং করতে বলা হয় ২৩ ওভার। নেপালের (Nepal Cricket Team) ২৩১ রানের টার্গেট কমে দাঁড়ায় ১৪৫। সেই রান তারা করতে কোনও অসুবিধাই হয়নি ভারতের।

নেপালের অনভিজ্ঞ বোলিংকে পেয়ে হাত খুলে আক্রমণ করেছেন রোহিত শর্মা এবং শুভমান গিল। ভারতীয় অধিনায়ক ৭৪ রানে এবং গিল ৬৭ রানে অপরাজিত থাকেন। অঘটন ঘটিয়ে ভারতকে হারিয়ে নেপাল যে নিজেদের প্রথম বড় মাপের টুর্নামেন্টে পরের রাউন্ড পৌঁছানোর স্বপ্ন দেখেছিল তা আপাতত স্বপ্নই থেকে গেল।

রোহিত শর্মা একটি বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। ভারতীয় অধিনায়ক নেপালের বিরুদ্ধে রীতিমতো আগ্রাসী ব্যাটিং করেছেন। দুর্বল দলের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের যেমন পারফরম্যান্স করা উচিত ছিল ঠিক তেমনটাই দেখা গিয়েছিল রোহিত শর্মার কাছ থেকে।

rohit vs nepal

এতদিন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এশিয়া কাপের সবচেয়ে বেশিবার ৫০ বা তার বেশি রানের সর্বাধিক স্কোরের রেকর্ডটি ছিল কিংবদন্তি সচিন টেন্ডুলকারের নামে। কিন্তু রোহিত শর্মা সেই রেকর্ডটি আর তার জন্য ছেড়ে রাখেননি। এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে বেশি ৫০ বা তার বেশি রানে স্কোর কোন ভারতীয় করেছেন।

আরও পড়ুন: দুর্বল বোলিং, জঘন্য ফিল্ডিং! নেপাল ম্যাচ যেন আয়না দেখালো রোহিতের ভারতকে

এশিয়া কাপে সবচেয়ে বেশিবার অর্ধশতরানের গণ্ডি অতিক্রম করা ভারতীয় ক্রিকেটার:
◆ রোহিত শর্মা (১০)
◆ সচিন টেন্ডুলকার (৯)
◆ বিরাট কোহলি (৮)

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর