“যুবরাজ শুনলেই আমার ওপর রেগে যাবে”, তারকা অলরাউন্ডারের রেকর্ড ভেঙে মন্তব্য রোহিত শর্মার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তান ম্যাচের ব্যর্থতা কাটিয়ে নেদারল্যান্ডের বিরুদ্ধে ছন্দে ফিরেছিলেন রোহিত শর্মা। যদিও ডাচদের বিরুদ্ধে তাকে শুরুতে বেশ কিছুটা নড়বড়ে দেখিয়েছে। দুবার তার ক্যাচও ফেলেছে নেদারল্যান্ডস ফিল্ডাররা। কিন্তু সেই জীবনদান পাওয়ার পর আর আটকানো যায়নি রোহিত শর্মাকে এবং চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম অর্থশতরানটি করে ফেলেছেন তিনি।

তার ৫৩ রানের ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ৩টি ছক্কা দিয়ে। ৩৯ বলে ৫৩ রান করে মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হন ভারতীয় অধিনায়ক। পাকিস্তান ম্যাচে বিশ্রী ভাবে আউট হওয়ার পর এই ইনিংসটি তাকে বাকি টুর্নামেন্টের জন্য আত্মবিশ্বাস জোগাবে। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেমন খেলেন রোহিত, সেদিকে নজর থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

ঐদিন রোহিত শর্মা ৩টি ছক্কা মেরে একটি রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি ছিল তারকা অলরাউন্ডার এবং কিংবদন্তি যুবরাজ সিং-এর নামে। কিন্তু নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর তাকে টপকে গিয়েছেন রোহিত শর্মা।

রোহিত শর্মা নিজেও এই রেকর্ডটি করতে পেরে অত্যন্ত খুশি। নিজের একসময়ের বন্ধু এবং আদর্শ যুবরাজ সিংয়ের সঙ্গে দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন তিনি। ২০০৭ সালে তারা একসাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন ধোনির অধিনায়ক করতে। দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো। তাই এই রেকর্ড সম্পর্কে রোহিত শর্মা কে প্রশ্ন করা হলে তিনি একটু মজা করে উত্তর দিয়ে বলেছেন, “যুবরাজ যখন এটা শুনবে যে আমি ওর রেকর্ড ভেঙে দিয়েছি, তখন ও খুব একটা খুশি হবে না।”

maxresdefault 106
ক্রিস গেইল/Chris Gayle

এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার ছক্কা সংখ্যা ৩৪। যুবরাজ সিংকে টপকে গেলেও গোটা বিশ্বের ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় এক নম্বরে থাকা ক্রিস গেইলকে টপকাতে পারবেন না রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা মারার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। কিন্তু ক্রিস গেইল তার চেয়ে ২৯ টি ছক্কা বেশি মেরেছেন। আশা করা যায় রোহিত শর্মা ২০২২ সালের পরে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন। সে ক্ষেত্রেও এত বড় ব্যবধান মেটানো তার পক্ষে এক প্রকার অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর