বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজন কেবলমাত্র ২টি ছক্কা, একসঙ্গে সৌরভের ২ টি রেকর্ড ভাঙার সুযোগ রোহিতের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) অসাধারণ ফর্মে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আর তার সুফল পাচ্ছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন রোহিত। তাই ভারতও কিছুটা বিপাকে পড়েছিল শুরুর দিকে। যদিও বিরাট কোহলি এবং লোকের রাহুল সেই ম্যাচে ভারতীয় উদ্ধার করে দিয়েছিলেন। কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানের বোলিংকে কার্যত ধ্বংস করে দিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধেও (India vs Bangladesh) তার একই ফর্ম অব্যাহত থাকবে বলে আশা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

যদি তিনি সত্যিই তেমনটা করতে সমর্থ হন তাহলে আশা করা যায় যে অন্তত ৩ টি ছক্কা দেখা যাবে তার ব্যাট থেকে। আর সেক্ষেত্রে কোন একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডে তিনি টপকে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। একবার দেখে নেওয়া যাক সেই তালিকাটি।

sourav rohit cap

কোনও এক নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারা ভারতীয়দের তালিকা:

◆ কপিল দেব: ১০ ছক্কা বনাম জিম্বাবোয়ে
◆ সৌরভ গঙ্গোপাধ্যায়: ৯ ছক্কা বনাম শ্রীলঙ্কা
◆ রোহিত শর্মা: ৯* ছক্কা বনাম পাকিস্তান
◆ রোহিত শর্মা: ৮* ছক্কা বনাম বাংলাদেশ

আরও পড়ুন: আহমেদাবাদে ১ লক্ষ দর্শক দেখে ঘাবড়ে যাওয়া বাবরের একমাত্র প্রাপ্তি কোহলির সই করা জার্সি

এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিনি যদি আফগানিস্তান ম্যাচের পুনরাবৃত্তিক ঘটাতে পারেন অর্থাৎ নিজের নামের পাশে আরও একটি শতরান জুড়ে নিতে পারেন তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে এক বিশ্বকাপে একের বেশি শতরান করার রেকর্ড গড়ে ফেলবেন রোহিত।

আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীন ঘটলো অবিশ্বাস্য ঘটনা! কেরিয়ারে প্রথমবার কোহলিকে এই চমক দিলেন রোহিত

তার আগে কেবলমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায় ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপে অধিনায়ক হিসেবে তিনটি শতরান করেছিলেন। রোহিত শর্মা সবে তিনটি ম্যাচ খেলেছেন। ফলে তার হাতে পর্যাপ্ত সময় রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই রেকর্ড ছুঁয়ে ফেলার। এমনকি তাকে টপকে ফেলাটাও খুব একটা অসম্ভব নয় রোহিতের পক্ষে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর