ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হতে পারবেন না রোহিত শর্মা! জানিয়ে দিলো খোদ BCCI

বাংলার হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে রোহিত শর্মাকে ছাড়াই যেতে বাধ্য হয়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকার হাতে টেস্ট ও ওয়ান ডে দুটি সিরিজই হেরে ফিরেছে ভারতীয় দল। টেস্ট সিরিজে হারের পর ভারতীয় দলের জন্য আরও একটি সমস্যা উঠে এসেছে। সেটা হলো নতুন টেস্ট অধিনায়ক বাছাইয়ের সমস্যা। ভারতীয় দলের টেস্ট অধিনায়কের পদে কে আসীন হবেন তা গত বেশ কয়েকদিন ধরেই নিরন্তর আলোচনার বিষয় হয়ে উঠেছে।

বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, নির্বাচকরা বিরাট কোহলিকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে না দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু বিরাট কোহলি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। এরপর বিরাট কোহলির কাছ থেকে সীমিত ওভারের অধিনায়কত্ব কেড়ে নেয় বিসিসিআই।

virat kohli 1234

বিরাট কোহলিকে ছেঁটে ফেলার কারণ হিসেবে বোর্ডের পক্ষ থেকে কারণ দেখানো হয়েছে সীমিত ওভারের দুই ভিন্ন অধিনায়ক না রাখার যুক্তি। যার জেরে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলির মধ্যে বিবাদ নিয়ে বেশকিছু গুজব রটেছিল। দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন বিরাট কোহলি।

ভারতীয় দলের সীমিত ওভারের অধিনায়ক রোহিত শর্মাকে টেস্ট ওভারের অধিনায়ক করার সেরা বিকল্প হিসাবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু রোহিত শর্মার ফিটনেস সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিতে পারছে না বোর্ড। রোহিত শর্মাকে তিন ফরম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক করার পর তিনি তার ফর্মের প্রতি সুবিচার করতে পারবেন না। এ নিয়ে জল্পনা চলছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর