চূড়ান্ত ফ্লপ! অনুরাগীদের মন ভাঙলেন রোহিত শর্মা, অ্যাডিলেড টেস্টের আগে চিন্তা বাড়ল ভারতের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে রয়েছে। ২ দলের মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলা হচ্ছে। পার্থে টেস্ট ম্যাচ দিয়ে এই সিরিজ শুরু হয়েছিল। যেটি টিম ইন্ডিয়া ২৯৫ রানে জিতে যায়। এদিকে আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে এই সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা হবে। এই দিবা-রাত্রির টেস্টের আগে, টিম ইন্ডিয়া প্রাইম মিনিস্টার XI-এর বিরুদ্ধে একটি দু’দিনের প্র্যাকটিস ম্যাচ খেলছে। যেখানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) চূড়ান্ত ফ্লপ হয়েছেন।

প্র্যাকটিস ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট কাজ করেনি:

জানিয়ে রাখি যে, বৃষ্টির কারণে প্রথম দিনে কোনও খেলা হয়নি। এই কারণে দ্বিতীয় দিনে ম্যাচ পরিবর্তন করে ৪৬ ওভারের করা হয়। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। এদিকে, প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া দল ৪৩.২ ওভারে ২৪০ রানে গুটিয়ে যায়। এই লক্ষ্য তাড়া করতে গিয়ে ওপেনিং জুটি যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল দুর্দান্ত সূচনা করেন। কিন্তু রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট থেকে বড় রান আসেনি।

রোহিত (Rohit Sharma) মাত্র ৩ রান করেছেন। তিনি ১১ টি বল খেলেন। চার্লি অ্যান্ডারসন আউট করেন তাঁকে। এদিকে, ভারতীয় অধিনায়কের এমন পারফরম্যান্স দেখে ক্রিকেট অনুরাগীরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হতে শুরু করেছেন। জানিয়ে রাখি যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলা টেস্ট সিরিজেও রোহিতের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই সিরিজে ভারতের মাটিতেই টিম ইন্ডিয়াকে পরাজিত করে নিউজিল্যান্ড।

আরও পড়ুন: ভগবান বিষ্ণুকে স্মরণ করে পুত্রের নাম রাখলেন রোহিত-রীতিকা! জানলে আপনিও করবেন প্রশংসা

তবে, অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে এসে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে বিরাট কোহলি এবং কেএল রাহুলের মতো অভিজ্ঞ ব্যাটাররা তাঁদের ছন্দ খুঁজে পেয়েছেন। এখন রোহিতের (Rohit Sharma) ব্যাট থেকেও রান দরকার। তাহলেই বর্ডার-গাভাস্কার ট্রফি দখলের বিষয়টি আরও সহজ হবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: ফের পকেটে পড়বে টান! লাফিয়ে বাড়ল LPG সিলিন্ডারের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

প্রসঙ্গত উল্লেখ্য যে, এই প্র্যাকটিস ম্যাচে ভারতের তরুণ ফাস্ট বোলার হর্ষিত রানা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। ৬ ওভারের স্পেলে ৪৪ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। এদিকে, আকাশদীপ ২টি এবং সিরাজ, জাদেজা ও কৃষ্ণা ১ টি করে উইকেট নেন। বৃষ্টির কারণে এই ম্যাচ প্রভাবিত হয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X