চোখে জল! গ্রাস করেছে হতাশা, ড্রেসিং রুমে কেঁদে ফেললেন হিটম্যান, মন খারাপ অনুরাগীদের

বাংলা হান্ট ডেস্ক: ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ৭ উইকেটে জয় সত্বেও, T20 ক্রিকেটে রোহিত শর্মার (Rohit Sharma) ফর্ম চিন্তা বাড়াচ্ছে। চলতি বছরের IPL (Indian Premier League)-এ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে সেঞ্চুরি করার পরও রোহিতের খারাপ ফর্ম অব্যাহত রয়েছে।

এদিকে, আর মাত্র কয়দিন পরেই শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ। এমতাবস্থায়, ভারতীয় অধিনায়ককে নিয়ে চিন্তা রয়েছে। IPL-এ গত ম্যাচেই বিশ্বের অন্যতম বিস্ফোরক ওপেনার রোহিত শর্মা ৫ বলে মাত্র ৪ রান করেন। আউট হওয়ার পর ড্রেসিংরুমে তিনি হতাশ হয়ে পড়েন। শুধু তাই নয়, যখন ক্যামেরা তাঁর দিকে ফোকাস করে, তখন সারা বিশ্ব দেখেছিল রোহিত কতটা হতাশ হয়ে পড়েছেন। যেটি তাঁর চোখে-মুখেও পরিলক্ষিত হয়। এমনকি, কার্যত তাঁর চোখ ভিজে আসে।

https://twitter.com/suhana18_/status/1787539520021201139?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1787539520021201139%7Ctwgr%5Eed947943ec3397807fe830a7b32301fd6759fd98%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnavbharattimes.indiatimes.com%2Fsports%2Fcricket%2Fiplt20%2Fnews%2Frohit-sharma-got-emotional-in-mumbai-indians-dressing-room-photos-viral-on-social-media%2Farticleshow%2F109900631.cms

প্রসঙ্গত উল্লেখ্য যে, রোহিত শর্মাকে হঠাৎ করে এই বছর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি এই IPL-এর প্রথম ৭ ইনিংসে ২৯৭ রান করেছিলেন। যার মধ্যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৯ রান এবং CSK-র বিরুদ্ধে ঘরের মাঠে অপরাজিত ১০৫ রান অন্তর্ভুক্ত ছিল। যদিও, তার পরের ৫ টি ম্যাচে তিনি মাত্র ৩৪ রান করতে সক্ষম হয়েছেন। যার মধ্যে ৪ টি স্কোর রয়েছে একক অঙ্কে।

আরও পড়ুন: ফের ব্যাঙ্ক থেকে ৫,০০০ কোটির ঋণ নিতে চলেছেন গৌতম আদানি! কারণ কী?

গত রাতে প্রতিপক্ষের অধিনায়ক প্যাট কামিন্সের লেংথ বলে আউট হন রোহিত। তিনি সেটিকে স্কয়ারের ওপর দিয়ে ফ্লিক করতে চেয়েছিলেন। কিন্তু শটটি খেলতে খুব তাড়াহুড়ো করায় বলটি আকাশে উঠে গিয়েছিল। যার ফলে উইকেটরক্ষক হেনরিখ ক্লাসেন স্বাচ্ছন্দ্যে ক্যাচ লুফে নিয়ে ড্রেসিংরুমে পাঠিয়ে দেন তাঁকে। আর তারপরেই মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমের ভেতরে রোহিতের কান্নার ছবি ও ভিডিওতে ভরে গেছে সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন: ম্যাচ ফিক্সিং করে গিয়েছেন জেলে! বিশ্বকাপের আগে ভিসা পাচ্ছেন না পাকিস্তানের এই খেলোয়াড়, সঙ্কটে টিম

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রাজস্থান রয়্যালস থেকে শুরু করে, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপারজায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলা শেষ ৫ ম্যাচে রোহিতের সর্বোচ্চ স্কোর ১১ রান। এই পরিসংখ্যান মোটেও ইতিবাচক নয়। এদিকে, ভারতীয় খেলোয়াড়দের T20 বিশ্বকাপের জন্য আমেরিকা যাওয়ার আগে রোহিত শর্মা IPL ২০২৪-এ আরও দু’টি সুযোগ পাবেন। সেই পারফরম্যান্সের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। উল্লেখ্য যে, আগামী T20 বিশ্বকাপে আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর