পাকিস্তানের আগামী বছরের বিশ্বকাপ বয়কটের হুমকি নিয়ে নিজের মত প্রকাশ করলেন রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি বিসিসিআই সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শা ভারতের ক্রিকেট দলের পাকিস্তান যাওয়া নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে বিতর্ক আরম্ভ হয়েছে। তিনি জানিয়েছিলেন যে ২০২৩ এশিয়া কাপ যা পাকিস্তানের ক্রিকেট বোর্ড আয়োজন করার দায়িত্ব পেয়েছে, সেটি তে অংশগ্রহণ করতে ভারতীয় দল পাকিস্তানের মাটিতে পা রাখবে না। এই মন্তব্যের পর এই পাকিস্তানের ক্রিকেট ভক্তরা নিজেদের ক্ষোভ উগরে দিয়েছিলেন।

বিসিসিআই সচিব জানিয়েছিলেন যে টুর্নামেন্টটি যে পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করবে তাতে কোনও সন্দেহ নেই। তারা শুধুমাত্র এটাই চেষ্টা করবে যাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে পাকিস্তানের বদলে কোনো নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্টের আয়োজন করা যায় যেখানে ভারতীয় দলের যেতে কোন সমস্যা থাকবে না।

এখন এই বিষয়ে রোহিত শর্মার মতামত চাওয়া হলে তিনি বলেন, “আমার কাছে এইমুহূর্তে আসন্ন বিশ্বকাপ অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের সেই কাজটিই মন দেওয়া উচিত বাইরে চলছে সেই নিয়ে আমি ভাবছি না এই নিয়ে চিন্তা করে কোন লাভ নেই রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ নেই আমরা চিন্তা করছি।”

Rohit reflects

জয় শাহর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বলেছে যদি এই বক্তব্যে তিনি অনড় থাকেন তাহলে ভবিষ্যতে পাকিস্তান ২০২৩ সালে ভারতের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপ বয়কট করতে পারে। তার পাল্টা প্রতিক্রিয়া দিয়ে ভারতীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে ভারত কারোর কোনও কথা শুনবে না এবং আগামী বছর ভারতে আয়োজিত বিশ্বকাপে অংশগ্রহণ করতে সকল বড় ক্রিকেটখেলিয়ে এদেশকে আসতেই হবে।

এইরকম মন্তব্যের পাল্টা জবাব দিয়ে প্রাক্তন পাকিস্তানি উইকেটরক্ষক কামরান আকমল বলেছিলেন যে যদি ভারত নিজের জেদে অনড় থাকে তাহলে ২৩ তারিখে ভারত বনাম পাকিস্তান বিশ্বকাপ ম্যাচও খেলা উচিত নয় পাকিস্তানের। যদিও এমন কথা বলেন নিজেকেই হাস্যস্পদ করে তুলেছেন প্রাক্তন ক্রিকেটার। তবে শাহিদ আফ্রিদি, ওয়াসিম আক্রমের মতো তারকারাও জয় শাহর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর