বাংলা হান্ট ডেস্কঃ আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং ইংল্যান্ড। আজকের এই ম্যাচ কার্যত ফাইনাল ম্যাচ হতে চলেছে কারণ ইতিমধ্যেই চার ম্যাচের শেষে ফলাফল 2-2। তাই আজ যে দল ম্যাচ জিতবে তারাই সিরিজ জিতবে।
আজ টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই চমক দেয় ভারত কারণ আজ রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে আসেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলিকে আমরা সচরাচর তিন নম্বরেই ব্যাটিং করতে দেখেছি কিন্তু আজ শুরুতেই ব্যাটিং করতে আসেন বিরাট কোহলি।
An incredible knock from Hitman Rohit Sharma (64) comes to an end. He has provided a terrific platform for #TeamIndia.
https://t.co/esxKh1iZRh #INDvENG @Paytm pic.twitter.com/LV3jbOVapn
— BCCI (@BCCI) March 20, 2021
আজ ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করতে থাকেন ভারত ওপেনার রোহিত শর্মা। শুরু থেকেই চার ছক্কার বন্যা বইয়ে দেন তিনি। রোহিত শর্মার ব্যাটিং এর কাছে খুবই অসহায় মনে হয় ইংল্যান্ডের বোলারদের। তবে শেষ পর্যন্ত বেন স্টোকসের বলে প্লে ডাউন হয়ে আউট হতে হল রোহিত শর্মাকে। মাত্র 34 বলে 64 রানের মারকাটারি ইনিংস খেলেন রোহিত শর্মা। রোহিত শর্মার এই ইনিংসটি সাজান ছিল পাঁচটি ছয় এবং চারটি চার দিয়ে।