টস জিতে ব্যাটিং নিয়ে বড় চমক ভারতের! ফর্মে থাকা তারকাকে বাদ দিয়েই মাঠে নামলেন রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এসে গেল সেই বহু প্রত্যাশিত এবং প্রতীক্ষিত মুহূর্ত। এশিয়া কাপের (2023 Asia Cup) মঞ্চে চার বছর পর ওডিআই ফরম্যাটে একে অপরের মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। আজকের ম্যাচের জন্য টসে জিতে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আর ভারতের প্রথম একাদশে দেখা গিয়েছে একটি অপ্রত্যাশিত চমক।

ব্যাটিং এর ক্ষেত্রে যেমনটা আশা করা গিয়েছিল ঠিক তেমনটাই ঘটেছে। ঈশান কিষাণ ও শুভমান গিল দুজনেই রয়েছেন প্রথম একাদশে। শ্রেয়স আইয়ার প্রত্যাবর্তন করেছেন এবং অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক এবং রবীন্দ্র জাদেজা। কিন্তু এরপরেই একটি চমক রয়েছে দলে।

তৃতীয় অলরাউন্ডার হিসেবে শার্দূল ঠাকুরকেও দলে রেখেছেন রোহিত শর্মা। এতে ভারতের ব্যাটিংয়ের গভীরতা বেড়েছে তাতে কোন সন্দেহ নেই। কিন্তু তার জন্য একটা বড় সিদ্ধান্ত নিতে হয়েছে ভারতীয় অধিনায়ককে। মাত্র দুইজন প্রথম সারির পেসার নিয়ে আজ পাকিস্তানের বিরুদ্ধে নেমেছে ভারত।

মহম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরা আজ ভারতীয় দলের ফাস্ট বোলিং এর দায়িত্ব সংলাপের এবং তাদেরকে সঙ্গ দেবেন হার্দিক ও শার্দূল। কিন্তু অভিজ্ঞ মহম্মদ শামি আজ বাদ করেছেন। তাকে বাদ দিয়ে মাঠে নামার সিদ্ধান্তটা ভারতের জন্য দ্বিতীয় ইনিংসে বুমেরাং হয়ে যাবে না তো? জবাব পাওয়া যাবে আর কয়েক ঘন্টার মধ্যেই।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর