বাংলা হান্ট ডেস্ক: আগামী ১৪ ডিসেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। কিন্তু, তার আগেই টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা রেগে গেলেন দলের তারকা খেলোয়াড় যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ওপর। ইতিমধ্যে এই সংক্রান্ত একাধিক মিডিয়া রিপোর্ট সামনে এসেছে। যেখানে বলা হয়েছে একটি বিশেষ কারণে যশস্বীর উপরে রেগে গিয়েছেন রোহিত।
যশস্বীর (Yashasvi Jaiswal) ওপর রেগে গেলেন হিটম্যান:
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) টিম বাসে চড়ার জন্য সময়মতো পৌঁছননি। যেকারণে তাঁর ওপরে রেগে যান রোহিত। শুধু তাই নয়, যশস্বীকে হোটেলে রেখেই টিম বাস চলে যায় বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, শেষ পর্যন্ত গাড়িতে করে বিমানবন্দর পৌঁছতে হয় জয়সওয়ালকে।
গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছন জয়সওয়াল: মূলত, টিম বাস যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) না নিয়ে বেরিয়ে যাওয়ার পর গাড়ির সাহায্য নেন বাঁহাতি এই ব্যাটার। তিনি গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছন। এরপর তিনি দলের সঙ্গে অ্যাডিলেড থেকে ব্রিসবেনে উড়ে যান। যশস্বী জয়সওয়ালের এই আচরণে ক্ষুব্ধ ক্যাপ্টেন রোহিত শর্মা। যশস্বীর সকাল সাড়ে ৮ টায় টিম বাসে পৌঁছনোর কথা থাকলেও তিনি দেরি করেন।
কি জানা গিয়েছে: অস্ট্রেলিয়া থেকে আসা রিপোর্ট অনুসারে, রোহিত শর্মাই জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) হোটেলে রেখে বাসকে এগিয়ে যেতে বলেছিলেন। আসলে, টিম ইন্ডিয়ার ব্রিসবেনের ফ্লাইট ছিল সকাল ১০ টা বেজে ৫ মিনিটে। সকাল ৮ টা বেজে ২০ মিনিটে দলের খেলোয়াড়রা টিম বাসে উঠতে শুরু করেন। টিম বাসটির সাড়ে ১০ টা নাগাদ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু জয়সওয়াল সময়মতো পৌঁছাননি। এমতাবস্থায়, টিম বাস জয়সওয়ালের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে।
আরও পড়ুন: জটিল হচ্ছে পরিস্থিতি! চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন নাটক পাকিস্তানের! ICC-র সামনে রাখা হল বিরাট শর্ত
তারপরে রোহিত বাস থেকে নেমে টিম ম্যানেজারের সাথে কথা বলেন। এই কথোপকথনের পর বাসটি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। টিম বাস চলে যাওয়ার পর জয়সওয়াল (Yashasvi Jaiswal) সিকিউরিটি ম্যানেজারের গাড়িতে বিমানবন্দরে পৌঁছন। স্পষ্টতই যশস্বী জয়সওয়ালের এই কাজে ক্ষুব্ধ হবেন রোহিত শর্মা। তবে, তিনি বিমানবন্দরে পৌঁছে রোহিত শর্মা এবং অন্যান্য খেলোয়াড়দের কাছে ক্ষমা চেয়েছিলেন কিনা তা এখনও জানা যায়নি।