ওয়ান ডে সিরিজ জিতে বড় বয়ান রোহিতের, চার ক্রিকেটারকে ভরিয়ে দিলেন প্রশংসায়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা শুক্রবার বলেছেন যে তার দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে তিনি যা চেয়েছিলেন তার দল সেটা অর্জন করেছে। তৃতীয় ওয়ান ডে-তে ওয়েস্ট ইন্ডিজকে ৯৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে ক্লিন সুইপ করেছে ভারত। ওডিআই অধিনায়ক হিসেবে এটাই ছিল রোহিতের প্রথম সিরিজ।

ম্যাচের পর রোহিত বলেন, ‘এই সিরিজে আমরা অনেক নতুন কিছু করার চেষ্টা করেছি এবং বেশকিছু পরীক্ষা নিরীক্ষা করেছি। এই সিরিজ থেকে আমরা যা চেয়েছিলাম তাই পেয়েছি। যতদিন আমরা খেলব, এমন ঘটনা ঘটতেই থাকবে। আমরা জানি যে আমরা ভারতে একটি উচ্চমানের খেলা খেলছি এবং মানুষের চোখ থাকে আমাদের দিকে।’

   

team india 4

তিনি আবারও ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণের প্রশংসা করেন। যিনি দ্বিতীয় ম্যাচে চার এবং তৃতীয় ম্যাচে তিন উইকেট নেন এবং তিন ম্যাচে নয় উইকেট নেওয়ার জন্য সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। রোহিত বলেছেন, ‘আমরা চেয়েছিলাম বোলাররা পিচ থেকে বাউন্স আদায় করুক। আমাদের এমন একজন বোলার আছে যে এই লেন্থ বোলিং করে ব্যাটসম্যানদের কষ্ট দিতে পারে। আমাদের ফাস্ট বোলাররা ভালো পারফর্ম করেছে। এমনকি সিরাজ যেভাবে বোলিং করেছে তাতে আমি মুগ্ধ। এক ম্যাচে সুযোগ পেয়ে দীপকও ভালো বোলিং করেছেন। সেই সঙ্গে ব্যাট হাতেও অবদান রেখেছেন।’

স্পিনার কুলদীপ যাদবের সফল প্রত্যাবর্তন প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘কুলদীপ এবং চাহাল দুজনেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারা একটি গ্রুপ হিসাবে ভাল করেছে।’ ভারতকে একটি খারাপ শুরু থেকে আউট করা মিডল অর্ডার ব্যাটসম্যানদের সম্পর্কে, রোহিত বলেন, ‘টপ অর্ডার কাজ করছে না, তাই মিডল অর্ডার আমাদের সমস্যা থেকে বার করে এনেছে দেখে ভালো লাগছে। তারা আমাদের সম্মানজনক স্কোরে নিয়ে গেছেন। এটাই ছিল সবচেয়ে বড় ইতিবাচক দিক।’

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর