বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল (IPL 2023) এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। এই লিগে রোজই এমন কোনও না কোনও ঘটনা ঘটে যার জন্য ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ হয়ে যান। আজ অর্থাৎ ১২ই মে, শুক্রবারও একই রকম ঘটনা ঘটেছে। আইপিএলের মঞ্চে একটি রেকর্ড করে ফেলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। যে অনন্য মাইলফলকের ব্যাপারে আলোচিত হচ্ছে সেই রাস্তায় তার চেয়ে এগিয়ে আছে মাত্র একজন।
আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নিজের ১৮ বলে ২৯ রানের ইনিংসে ২ টি ছক্কা মেরেছেন হিটম্যান। এরপর মুম্বাই অধিনায়ককে ড্রেসিংরুমে ফিরিয়েছেন আফগান স্পিনার রশিদ খান। প্রথম স্লিপে রাহুল তেওয়াটিয়ার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি পেছনে ফেলে দিয়ে গিয়েছেন মিস্টার ৩৬০° কে।
হ্যাঁ, আজ আইপিএলে ছক্কা মারার দিক দিয়ে এবি ডিভিলিয়ার্সকে টপকে গিয়েছেন হিটম্যান রোহিত শর্মা। আরসিবি ও তারও আগে আইপিএলের শুরুর দিকে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে যতগুলি ছক্কা মেরে ছিলেন ডিভিলিয়ার্স আজ সেই রেকর্ডকে ভেঙে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক। তবে এই কাজটি করতে ডিভিলিয়ার্সের চেয়ে অনেক বেশি সময় লেগেছে তার।
এই মুহূর্তে এই তালিকায় রোহিত শর্মার সামনে শুধু রয়েছেন একজন। তিনি হলেন ক্যারিবিয়ান কিংবদন্তী ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজ তারকার চেয়ে এখনও ১০০ টিরও বেশি ছক্কায় পিছিয়ে রয়েছেন রোহিত। তবে ভারতীয়দের মধ্যে অন্য কেউ তার ধারে কাছে নেই।
আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারা ক্রিকেটারদের তালিকা:
১. ক্রিস গেইল (১৪১ ম্যাচে ৩৫৭)
২. রোহিত শর্মা (আপাতত ২৩৪ ম্যাচে ২৫২)
৩. এবি ডিভিলিয়ার্স (১৭০ ম্যাচে ২৫১)