বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্তভাবে সিরিজ জিতেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ৬ উইকেটে এবং ৪৪ রানে জয় পেয়েছিল ভারত। এমন পরিস্থিতিতে আহমেদাবাদেই অনুষ্ঠিত হতে চলা তৃতীয় একদিনের ম্যাচ জিতে ক্লিন সুইপ করতে চাইবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে আজ ভারতীয় দলের একাদশে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি অনেক তরুণ খেলোয়াড়কে সুযোগ দিতে পারেন, যারা এখনো সিরিজে খেলার সুযোগ পাননি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচে মহম্মদ সিরাজের পারফরম্যান্স খুব ভালো ছিলনা। এমন পরিস্থিতিতে তার জায়গায় আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা তরুণ বোলার আবেশ খানকে সুযোগ দিতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। আবেশ আইপিএল ২০২১-এ নিজের যোগ্যতা প্রমাণ করেছেন এবং উইকেট শিকারিদের তালিকায় তিনি ছিলেন দুই নম্বরে।
ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব দীর্ঘদিন পর ভারতীয় দলের স্কোয়াডে ফিরলেও এখনও মাঠে নামা হয়নি তার। অনেকেই বলেন এখন আর তার বলে আগের মতো রহস্য বজায় নেই। সমালোচকদের ভুল প্রমাণ করার একটা সুযোগ পেতে পারেন তিনি এবং দর্শকরা আবারও দেখতে পারেন কুল-চা জুটির কেরামতি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচেই ঝড় তুলেছে ভারতীয় দল। ভারতীয় বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। সাউথ আফ্রিকার মাটিতে বিশ্ৰীভাবে সিরিজ হারের পর এই জয়ের প্রয়োজন ছিল ভারতের। পরের বছর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপের যাত্রা যেন এই সিরিজ থেকেই শুরু হয়ে গেল।