আজও রাবাদার বলে শূন্য রানে ফিরে একটি লজ্জাজনক মাইলফলক ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ভারতীয় দলের। হ্যাঁ, তারা একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ জিতছে। ঘরের মাঠ এবং বিদেশের মাঠ দুই জায়গাতেই তারা সিরিজ জিতে চলেছে কিন্তু যখন আসল মঞ্চে পারফরম্যান্স দেখানোর সময় আসছে, তখন নার্ভ ধরে রাখতে ব্যর্থ হচ্ছে তারা। এশিয়া কাপ এভাবেই হাতছাড়া হয়েছে। অথচ তারপরে দ্বিপাক্ষিক সিরিজ আসতেই ফের নিজের পরিচিত ছন্দে ফিরেছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও এক ম্যাচ বাকি থাকতেই জয়ের মুখ দেখেছিল তারা।

যদিও ভারতের জন্য বেশ কয়েকটি চিন্তার বিষয় থেকে যাচ্ছে। তার মধ্যে প্রথমটা হলো চোট-আঘাত। চোটের জন্য ভারতীয় দল দলে পাবে না যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজাকে। হাঁটুর চোটের কারণে ছিটকে গিয়েছেন জাদেজা। পিঠে চোট পেয়ে বিশ্বকাপের দল থেকে ছিটকে গিয়েছেন বুমরা। কোনও সন্দেহ নেই যে এই দুই মহাতারকার অভাব ভারত অনুভব করবে বিশ্বকাপে।

সেই সঙ্গে ডেথ ওভারে কার্যকরী বোলারের অভাব ভুগিয়ে যাচ্ছে ভারতকে। দীপক চাহার বা ভুবনেশ্বর কুমার শেষের দিকের ওভার গুলিতে একেবারেই কার্যকরী নন। হর্ষল প্যাটেল বা অর্শদীপ সিং আইপিএলে এই বিশেষ ক্ষেত্রে প্রচুর সাফল্য পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে তো কয়েক মাসে নিজেদের প্রতিভার প্রমাণ দিতে পারেননি। মহম্মদ শামি প্রায় এক বছর কোন টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি এবং তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যুক্ত করলেও তিনি কতটা কার্যকরী হবেন তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। আজ দলে ফেরা মহম্মদ সিরাজ ও উমেশ যাদব তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ওভার প্রতি দশের বেশি রান দিলেন। কাজেই তারাও হিসাবের বাইরে। একটা ব্যাপার স্পষ্ট করেই বলা যায় যে ভারত অন্তত নিজের বোলিংয়ের ওপর পুরোপুরি নির্ভর করতে পারবে না এই টুর্নামেন্টে জেতার জন্য।

এরই মধ্যে রোহিত শর্মা একটি লজ্জার রেকর্ড করে ফেলেছেন টি-টোয়েন্টি ফরম্যাটে। সিরিজে প্রথম তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০ রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে কিছুটা ছন্দে ফিরলেও আজ আবারও তিনি রাবাদার বলে ০ রানে আউট হয়ে ফেরেন। এই নিয়ে টি-টোয়েন্টিতে অন্য কোন ভারতীয় ক্রিকেটারের চেয়ে অনেক বেশিবার শূন্য রানে আউট হয়ে ফিরলেন রোহিত। আর কোনও ভারতীয় তারকা এই ফরম্যাটে এতবার শূন্য রানে আউট হননি। ধারাবাহিকতা দেখাতে না পারলে রোহিতের ফর্ম অস্ট্রেলিয়ার মাটিতে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।

rohit duck

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ‘০’ রানে আউট হওয়া ভারতীয়দের তালিকা:

রোহিত শর্মা: ১০ বার

লোকেশ রাহুল: ৫ বার

বিরাট কোহলি: ৪ বার

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর