রবিবার কটকে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে দুই ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুলের হাফ সেঞ্চুরি এবং বিরাট কোহলির 81 বলে 85 রানের দুর্দান্ত ইনিংসের দৌলতে 4 উইকেটে ওয়েস্ট ইন্ডিজ কে হারিয়েছে ভারত। আর এই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। এই ম্যাচে 63 বলে 63 রান করে ভারতকে একটি মজবুত শুরু দেয় সহ-অধিনায়ক রোহিত শর্মা সেইসাথে তিনি গড়লেন ব্যক্তিগত মাইলস্টোন।
এই ম্যাচে রোহিত শর্মা ভেঙ্গে দিলেন প্রাপ্তন শ্রীলঙ্কান ওপেনার ব্যাটসম্যান সনৎ জয় সূর্যের রেকর্ড। 22 বছর ধরে যে রেকর্ড অক্ষুন্ন ছিল এইদিন সেই রেকর্ড ভেঙে গেল রোহিত শর্মার ব্যাটে। আর একথা টুইট করে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
1997 সালে ওপেনার হিসেবে সব ধরনের ক্রিকেট মিলিয়ে জয় সূর্য রান করেছিলেন 2387 রান। এইদিন 63 রান করে ওপেনার হিসেবে জয়সূর্যের সেই রান টপকে গেলেন রোহিত শর্মা। আর এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ভারতীয় ওপেনার রোহিত শর্মার এই কৃতিত্বের কথা টুইট করে জানানো হয়েছে। এর ফলে বেজায় খুশি হয়েছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা, কারণ একজন ভারতীয় হিসাবে এই রেকর্ড যে কোনো ক্রিকেট ভক্তের কাছে গর্বের।