বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল ভারতীয় দল মরিয়া লড়াই করেও বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচটি হেরে সিরিজ খুইয়েছে। ৬৯ রানের মধ্যে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের ছয় উইকেট তুলে দিলেও মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদুল্লাহর অসাধারণ পার্টনারশিপে ভারতের সামনে জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্য রেখেছিল বাংলাদেশ এবং শেষ পর্যন্ত ভারত পাঁচ রানের ব্যবধানে হার মানতে বাধ্য হয়েছিল।
বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ যেমন মাহমুদুল্লাহর সহায়তায় শতরান করে বাংলাদেশ ইনিংসকে টেনেছিলেন, ঠিক তেমনই ভারত প্রথম দিকে বেশকিছু উইকেট হারানোর পর মনে হচ্ছিল শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেলের জুটি ভারতকে বিতরণী পার করিয়ে দেবে। কিন্তু দুজনেই দায়িত্বজ্ঞানহীনের মত কিছু শট খেলে নিজেদের উইকেট খুঁইয়ে বসেন।
এরপর ভারতের একমাত্র আশার আলো ছিলেন রোহিত শর্মা। আঙুলে ছোটের জন্য তিনি গোটা ৫০ ওভার মাঠে থেকে অধিনায়কত্ব এবং ফিল্ডিং করতে পারেননি। তার অনুপস্থিতিতে বিরাট কোহলিকে, শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নামতে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দলের প্রয়োজনে সাত নম্বরে ব্যাট করতে নামের রোহিত। গ্লাভস কেটে আঙুলের উপর প্যাডিং লাগিয়ে মাঠে এসেছিলেন তিনি।
ব্যাট করতে নেবে একসময় ভারতকে প্রায় খাদের কিনারা থেকে জয়ের দোরগোড়ায় এনে খাড়া করেছিলেন রোহিত। কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত তার অনেক চেষ্টা সত্ত্বেও পাঁচ রানের ব্যবধানে ভারতকে হার মানতে হয়। কিন্তু এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সমস্ত ফরম্যাট মিলিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫০০ টি ছক্কা মারার রেকর্ড করে ফেলেছেন রোহিত। কাল নিজের ২৮ বলে ৫১ রানের ইনিংসে ৫টি ছক্কা মেরে এই মাইলফলক ছুঁয়েছেন রোহিত। এই তালিকায় তার আগে রয়েছেন শুধু ক্রিস গেইল।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারা ক্রিকেটারদের তালিকা:
- ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ): ৫৫৩
- রোহিত শর্মা (ভারত): ৫০২*
- শাহিদ আফ্রিদি (পাকিস্তান): ৪৭৬
- ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড): ৩৯৮