ঠিক কোন কারণে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে শ্রেয়স আইয়ারকে, জানিয়ে দিলেন রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কলকাতায় অনুষ্ঠিত হওয়া টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে ভারতীয় দল। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মারা। ম্যাচে ভারতীয় বেশ কিছু ক্রিকেটার অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে শ্রেয়স আইয়ারকে একাদশে রাখেননি রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ান ডে ম্যাচে শ্রেয়স ৮০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। ম্যাচ জেতার পর শ্রেয়স আইয়ারকে কেন প্লেয়িং ইলেভেনে রাখা হল না সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে রোহিত শর্মাকে।

shreyas iyer

   

শ্রেয়স আইয়ারকে রোহিত শর্মা প্লেয়িং ইলেভেনে জায়গা দেননি সেই কারণ তিনি নিজেই প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “মাঝের ওভারগুলিতে বোলিং করার জন্য আমাদের কাউকে দরকার ছিল, তাই আমরা তাকে দলে নিতে পারিনি। দলে জায়গা পাওয়ার এই ধরনের প্রতিযোগিতার সবসময়ই দলের পক্ষে ভালো।”

Rohit Sharma & Venkatesh Iyer
Rohit Sharma & Venkatesh Iyer

শ্রেয়স আইয়ারের জায়গায় ভেঙ্কটেশ আইয়ারকে সুযোগ দেন রোহিত শর্মা। আইয়ার একটি ওভার বল করেছিলেন, যাতে তিনি মাত্র ৪ রান দেন। ব্যাটিংয়েও এক সময় ভারতীয় দলকে সমস্যায় পড়তে দেখা গিয়েছিল, কিন্তু তার পরে ভেঙ্কটেশ আইয়ার এসে দায়িত্ব নেন এবং দলের কোনো ক্ষতি হতে দেননি। ভারতীয় দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করার সময় আইয়ারও অপরাজিত ২৪ রান করেন। আর নিজেকে প্রতিষ্ঠিত করছেন দারুণ অলরাউন্ডার হিসেবে। হার্দিক পান্ডিয়ার বিদায়ের পর ভারতীয় দল একজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজছিল। শার্দূল এবং দীপক মূলত বোলার। কিন্তু ভেঙ্কটেশের ব্যাটিংয়ের দক্ষতা তাদের চেয়ে অনেকটাই বেশি।

ভারতীয় দল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণভাবে জয় পেয়েছে। সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, রবি বিশ্নই-এর তরুণরা দুরন্ত পারফরম্যান্স করেছেন। শ্রেয়স আইয়ারের অভাব কালকের ম্যাচে অন্তত অনুভব করেনি ভারত।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর