বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে পরপর বিরাট ব্যর্থতার সম্মুখীন হয়েছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের কাছে হার থেকে শুরু করে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার সিরিজে ভারতের চূড়ান্ত ব্যর্থতার পরে রোহিত শর্মার অধিনায়কত্ব রীতিমতো প্রশ্নের মুখে পড়েছিল। যদিও, তারপরে ইংল্যান্ডের বিরুদ্ধে চলা ODI সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই রোহিতের (Rohit Sharma-India) নেতৃত্বেই দুর্দান্ত জয় হাসিল করে ভারত।
হিটম্যানের পর কে হবেন ভারতের (Rohit Sharma-India) অধিনায়ক?
শুধু তাই নয়, ODI ক্রিকেট থেকে এখনই বিদায় নিচ্ছেন না বলেও জানান রোহিত (Rohit Sharma-India)। তবে, রোহিতের পরবর্তী ODI অধিনায়ক কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই ভাবনা-চিন্তা শুরু করেছে BCCI। এমতাবস্থায়, ODI-তে রোহিতের পরবর্তীতে অধিনায়ক হিসেবে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ের নাম সামনে এসেছে।
ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়া রিপোর্ট এবং সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ভারতীয় দলের ODI অধিনায়ক হওয়ার ক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছেন শুভমন গিল। ইতিমধ্যেই সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে সহ-অধিনায়কের দায়িত্ব সামলেছেন শুভমন। শুধু তাই নয়, ODI ফরম্যাটে দুর্ধর্ষ পারফরম্যান্সও প্রদর্শন করেছেন তিনি।
আরও পড়ুন: বড় চমক KKR-এর! রাহানের সামনেই ভেঙ্কটেশকে করা হল ক্যাপ্টেন, অবাক অনুরাগীরাও
তাই, সমস্ত দিক বিবেচনা করে রোহিতের (Rohit Sharma-India) পর তাঁকেই ভারতের ODI দলের অধিনায়ক করা হতে পারে বলেই অনুমান করছেন অনেকে। তবে, এই বিষয়ে এখনও পর্যন্ত BCCI-এর তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি। এদিকে, গিল ছাড়াও এই তালিকায় রয়েছে ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার নামও। যিনি একজন দুর্ধর্ষ ফিনিশার হিসেবেও বিবেচিত হন।
আরও পড়ুন: এবার এই পড়শি রাজ্যে বিরাট চুক্তি টাটা গ্রুপের! তৈরি হবে বিপুল কর্মসংস্থান, সামনে এল পরিকল্পনা
ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই অনুমান করছেন যে পান্ডিয়ার যেহেতু অধিনায়কত্বের অভিজ্ঞতা যথেষ্ট রয়েছে সেক্ষেত্রে আগামী দিনে রোহিতের (Rohit Sharma-India) বিকল্প হিসেবে তাঁকেই জাতীয় দলের অধিনায়ক করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবনা-চিন্তা করবে বোর্ড। এদিকে, গিল এবং পাণ্ডিয়া ছাড়াও এক্ষেত্রে সামনে আসছে ভারতের তারকা উইকেট কিপার ব্যাটার কেএল রাহুলের নামও। এমতাবস্থায়, শেষ পর্যন্ত কোন তারকা খেলোয়াড়ের হাতে এই গুরুদায়িত্ব অর্পণ করা হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।