রাহুলকে বাদ দিয়ে দলে ফেরানো হচ্ছে না গিলকে! চাঞ্চল্যকর সিদ্ধান্তের কারণ জানিয়ে দিলেন রোহিত শর্মা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) ২০২৩ সালে অসাধারণ ছন্দে রয়েছে। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোট চারটি সীমিত ওভারের সিরিজ জেতার পর এবার তাদের সামনে সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ঘরের মাটিতে টেস্ট সিরিজ জেতার। ভারত চেয়ে চলতে বর্ডার-গাভাস্কার ট্রফি খোয়াবে না, সেটা দিল্লি টেস্টে জয়ের পরেই নিশ্চিত হয়ে গিয়েছে। মার্চ মাসের প্রথম দিন থেকে আরম্ভ হতে চলা বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় ম্যাচটি জিতলেই সিরিজ হয়ে যাবে ভারতের নামে।

তবে ইন্দোর টেস্টে দলে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল (KL Rahul)। অনেক প্রাক্তন ক্রিকেটার তার প্রাসে দাঁড়াচ্ছেন আবার কেউ কেউ পরোক্ষ ইঙ্গিত করে বুঝিয়ে দিয়েছেন এবার ফর্মে থাকা শুভমান গিলকে (Shubman Gill) তার জায়গায় সুযোগ দেওয়ার সময় চলে এসেছে। কিন্তু এ ব্যাপারে ভারতীয় দলের বক্তব্য কি?

kl rahul, shubman gill

তৃতীয় এবং চতুর্থ টেস্টের দল ঘোষণার সময় লোকেশ রাহুলকে সহ অধিনায়ক পদ থেকে ছেঁটে ফেলা হয়েছে। অনেকেই মনে করছিলেন বিসিসিআই এমনটা করে একটি ইঙ্গিত দিতে চেয়েছেন যে লোকের রাহুলের দলে আর জায়গা থাকা সম্ভব নয়। দীর্ঘ কয়েক মাস ধরে তিনি অফফর্মে ভুগছেন। গত মাসে কলকাতার মাটিতেও একটি ভালো ওডিআই ইনিংস খেলা ছাড়া আর কোনও মনে রাখার মতন অসাধারণ ইনিংস নেই তার সাম্প্রতিককালে।

ভারতীয় ক্রিকেট বোর্ড তার কাছ থেকে সহ অধিনায়ক এর দায়িত্ব কেড়ে নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন যে এবার রাহুলের দল থেকে বাদ পড়া নিশ্চিত। কিন্তু ইন্দোর টেস্টের আগের দিন অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে এসে সম্পূর্ণ অন্যরকম একটা ইঙ্গিত দিয়ে গেলেন। রোহিত শর্মা বলেছেন লোকেশ রাহুলের সহ অধিনায়ক না থাকার সঙ্গে তার দল থেকে বাদ পড়া বা দলে থেকে যাওয়ার কোনও সম্পর্ক নেই।

তবে কি ইন্দোর টেস্টেও ভারতীয় দল শুধুমাত্র বসিয়ে রাখবে? তেমনটা অবশ্য এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। নেটে রোহিত এবং রাহুলের মতোই গিলও পাল্লা দিয়েও ব্যাটিং অনুশীলন করেছেন। হয়তো শেষ দিন নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচ শুরু হওয়ার আগে। তবে ভারতীয় সমর্থকদের বেশিরভাগ অংশই চান যে গিল দলে সুযোগ পাক।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর