IPL-এর এই নতুন নিয়মে কি সুবিধা হবে দলের? তাৎপর্যপূর্ণ মন্তব্য রোহিত শর্মার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল থেকে আরম্ভ হবে আইপিএল ২০২৩ (IPL 2023)। তার আগে এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বুধবার নতুন “ইমপ্যাক্ট প্লেয়ার” মাঠে আনার নিয়মকে সমর্থন করেছেন যা আসন্ন আইপিএল টুর্নামেন্ট থেকে কার্যকর হতে চলেছে। এই নতুন নিয়মটি একজন বিকল্পকে মাঠে নেমে ব্যাটিং এবং বোলিং করার অনুমতি দেবে। তবে একটি দলে চারজনের কম বিদেশী খেলোয়াড় না থাকলে এই নিয়মে মাঠও নামা ক্রিকেটারকে একজন ভারতীয় হতেই হবে।

আগামী শুক্রবার থেকে আইপিএল শুরু হওয়ার আগে হিটম্যান সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, “খেলায় নতুন নতুন আকর্ষণীয় নিয়ম আসাটা সত্যিই আকর্ষণীয়। তবে টুর্নামেন্ট এগোলেই বোঝা যাবে যে কি ঘটবে এবং দল কি উপায়ে এই নতুন নিয়মের সাথে দলগুলি কিভাবে মানিয়ে নেবে। তবে টস হয়ে যাওয়ার পরে একজন প্রভাবশালী ক্রিকেটার এসে দল শক্তিশালী করার ধারণাটি আমি পছন্দ করি।”

mi new

এরপর তিনি আরও বলেছিলেন যে পাঁচবারের আইপিএল জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স কিছুটা ভাগ্যবান কারণ তারা মাঠে নামার আগে আরও ৪টি ম্যাচ হবে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামার আগে তারা বাকি দলগুলিকে দেখে এই ব্যাপারটি কিছুটা বুঝে নিতে পারবে যে এই নিয়ম কি হবে কার্যকর করা হচ্ছে এবং কিভাবে এই নিয়মের লাভ ওঠানো যায়।

মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াড: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, ডিওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মা, জোফরা আর্চার, টিম ডেভিড, মহম্মদ আর্শাদ খান, রমনদীপ সিং, হৃতিক শোকেন, অর্জুন টেন্ডুলকার, ত্রিস্তান স্টাবস, কুমার কার্তিকেয়া, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাদরাফ, ক্যামরান গ্রিন, পীযূষ চাওলা, ডুয়ান জানসেন, বিষ্ণু বিনোদ, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, রাঘব গোয়েল


Reetabrata Deb

সম্পর্কিত খবর