দরকার মাত্র ৬৪ রান, তাহলেই বিরাট কোহলির এই কৃতিত্বকে ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মা

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাত্র ৬৪ রান করলেই রোহিত শর্মার নাম এমন একটি তালিকায় নথিভুক্ত হয়ে যাবে, যার মধ্যে এখন পর্যন্ত একমাত্র বিরাট কোহলিই রয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার সামনে। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে তার দল।

টি-টোয়েন্টি ক্রিকেটে বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার। হিটম্যান নামে খ্যাত তারকা ক্রিকেটার রোহিত শর্মা যদি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের ১৫ তম আসরের নবম লিগ ম্যাচে ৬৪ রান করেন, তাহলে তিনি ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করবেন। রোহিত শর্মার আগে ভারতের হয়ে এই কীর্তি গড়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

রোহিত শর্মা এখন পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে ৩৩১৩ রান করেছেন। এরপর আইপিএলে তার ৫৬৫২ রান এবং ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে ৯৬১ রান করেছেন। এভাবে ক্রিকেটের এই ফরম্যাটে এখন পর্যন্ত ৯৯৩৬ রান করেছেন তিনি। যদি তিনি আইপিএল ২০২২-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দ্বিতীয় ম্যাচে ৬৪ রান করেন, তাহলেই ১০,০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে, বিরাট কোহলি আইপিএলের একটি ম্যাচেই ১০,০০০ রানের সীমা অতিক্রম করেছিলেন।

ক্রিস গেইল/Chris Gayle

টি টোয়েন্টিতে রোহিতের আগে, ক্রিস গেইল (১৪৫৬২), শোয়েব মালিক (১১৬৯৮), কায়রন পোলার্ড (১১৪৩০), অ্যারন ফিঞ্চ (১০৪৪৪), বিরাট কোহলি (১০৩২৬) এবং ডেভিড ওয়ার্নার (১০৩০৮) এই কৃতিত্ব অর্জন করেছেন। একই সাথে, যদি সবচেয়ে কম ইনিংসে ১০,০০০ টি-টোয়েন্টি রান করা হয়, তবে সেই রেকর্ডটি রয়েছে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের নামের সাথে।

X