বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও থাকছেন না ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। যদিও তার অনুপস্থিতি শুভমান গিল নিজের যোগ্যতা প্রমাণ করেছেন চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে শতরান করে। তবে রোহিতের পাশাপাশি ফাস্ট বোলার নভদীপ সাইনিও পেটের পেশীর চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন।
মহম্মদ শামি এই সিরিজের আগে থেকেই সুস্থ নন, তাই বাংলাদেশ সফরে ভারত ‘এ’-র হয়ে ভালো পারফর্ম করার পর তাঁকে দলে আনা হয়েছিল। নবদীপ সাইনি নিজের এখনও অবধি শেষ গত বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ায়। তখনও ভারতীয় দল একাধিক ক্রিকেটারের চোট-আঘাতজনিত সমস্যায় ভুগছিল। উল্লেখ্য, সেই ম্যাচেও চোটের কারণে পুরো সময় বোলিং করতে পারেননি তিনি।
আজ সকালে বিসিসিআই তাদের প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা টেস্ট থেকে রোহিত শর্মার অনুপস্থিতির ব্যাপারটি নিশ্চিত করেছে। ভারতীয় দলের চিকিৎসকদের মতে তাঁর আঙুলের চোট পুরোপুরি সেরে উঠতে আরও বেশ কিছুটা সময় লাগবে এবং ২০২৩-এর আগে সম্ভবত তাকে দেখা যাবে না মাঠে।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছিল ভারতীয় দল। সেই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে অস্ট্রেলিয়ার পরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটিও জিতে নিজেদের দ্বিতীয় স্থানে জায়গাটা পাকা করে ফেলতে চায় লোকেশ রাহুলের ভারতীয় দল।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ভারতের পরিবর্তিত স্কোয়াড: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রিশভ পন্থ (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব , শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ঈশ্বরন, সৌরভ কুমার, জয়দেব উনদকাট।