আহমেদাবাদেও হতাশাই সঙ্গী, উইকেট ছুঁড়ে আসার ক্ষেত্রে কোহলিকেও পেছনে ফেলে দিয়েছেন রোহিত!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে একজন হওয়া সত্ত্বেও রোহিত শর্মার (Rohit Sharma) টেস্ট কেরিয়ার ডানা মিলতে অনেক বেশি সময় নিয়েছে। তিনি সীমিত ওভারের ক্রিকেটে যতটা ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন ততটা তিনি ভারতীয় দলের (Team India) হয়ে সাদা জার্সিতে পাননি, এ ব্যাপারে সকলেই সহমত। ধীরে ধীরে বয়স এবং অভিজ্ঞতা বেড়েছে এবং ভারতের টেস্ট স্কোয়াডে নিজের স্থায়ী জায়গা করে নেওয়ার পাশাপাশি তিনি এখন সাদা জার্সিতে ভারতের অধিনায়কও বটে। কিন্তু তিনি যে নিজের পুরনো স্বভাব কাটিয়ে উঠতে পারেননি সেই প্রমাণ আহমেদাবাদ টেস্টে (Ahmedabad Test) আরো একবার পাওয়া গেল।

আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট কোর্টে নেমে স্বচ্ছন্দে রান তুলছিলেন শুভমান গিল ও রোহিত শর্মা। দুজনেই বড় রানের দিকে এগোচ্ছিলেন মসৃণ গতিতে। কিন্তু ভারতীয় অধিনায়কের ক্ষেত্রে আচমকাই ঘটলো ছন্দপতন। বোলারদের জন্য আহমেদাবাদ টেস্টের পিচে বিন্দুমাত্র সাহায্য নেই। সেখানে নিজের উইকেট অস্ট্রেলিয়াকে কার্যত উপহার দিয়ে এলেন রোহিত।

   

out rohit

ভারতীয় ইনিংসের ২১ তম ওভারে বোলিং করছিলেন অস্ট্রেলিয়ার তরুণ এবং অনভিজ্ঞ স্পিনার কুহেনেম্যান। অফিসের বাইরে ফেলা তার আপাত নিরীহ একটি ডেলিভারিকে ব্যাকফুটে ড্রাইভ করেন রোহিত। কিন্তু তিনি শর্টের নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং সেটি সম্পূর্ণ তার নিজেরই দোষ। শর্ট এক্সট্রা কভারে মার্নাস লাবুশানের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩৫ রানের স্কোরে আউট হলেন তিনি।

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সেট হয়েও উইকেট ছুড়ে দেওয়ার তালিকায় বিরাট কোহলিকে টপকে শীর্ষস্থানে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক। ৩০ থেকে ৫০ রানের মধ্যবর্তী স্কোরে তিনি আউট হয়েছেন ৯ বার। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলির যিনি ৭ বার নিজের উইকেট ছুঁড়ে এসেছেন এই নির্দিষ্ট সীমার মধ্যে।

এই প্রতিবেদনটি লেখার সময় ভারতীয় দল এক উইকেট হারিয়ে ১২৬ রান তুলে ফেলেছে। শুভমান গিল পার করে ফেলেছেন অর্ধশতরানের গন্ডি। পূজার আগে দেখে মনে হচ্ছে তিনিও এই পিচে দীর্ঘ সময় কাটাতে আগ্রহী। এই পিচে সরাসরি কোনও ফলাফল হওয়ার সম্ভাবনা খুবই কম।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর