বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) ইতিমধ্যেই শুরু হয়েছে সুপার এইটের খেলা। যেখানে প্রতিটি টিম লড়াই করছে সেমিফাইনালে ওঠার জন্য। এদিকে, এই বিশ্বকাপে বাংলাদেশের (Bangladesh) পারফরম্যান্স খুব একটা নজর কাড়তে পারেনি। শুধু তাই নয়, সুপার এইটে বাংলাদেশ ইতিমধ্যেই ২ টি ম্যাচ হেরে গ্রুপ “1”-এর একদম শেষে রয়েছে। পাশাপাশি, ওই দলের নেট রান রেট হল -২.৪৮৯।
এমতাবস্থায়, বাংলাদেশ টিম এবার একটি অন্য কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। যার সাথে জড়িত রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সুপার এইটের খেলায় গতকাল মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ। যেখানে, ভারতের কাছে ৫০ রানে হেরে যায় পড়শি দেশ। এদিকে ওই ম্যাচ চলাকালীন রীতিমতো রোহিতের স্লেজিংয়ের সম্মুখীন হতে হয় বাংলাদেশের ক্রিকেটারদের। অন্তত, এমনটাই অভিযোগ করছেন বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা।
এমনকি, এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। যেটিতে পুরো বিষয়টি প্রত্যক্ষ করা গেছে। যেখানে বাংলাদেশের হয়ে ব্যাট করতে আসা রিহাদের উদ্দেশ্যে রোহিতকে তাঁর সতীর্থদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, “কিরে ভাই, ওকে মারতে দে না। এইমাত্র তো নামলো। একটু-আধটু মারার সুযোগ দে। একজন তো আউট হলো এদিক-সেদিক মারতে গিয়ে। একটু তো মারার সুযোগ দে।” আর এই ভিডিওটিই এখন উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আরও পড়ুন: ৯২৬০০০০০ টাকা বেতন গৌতম আদানির! আম্বানি-মিত্তাল পান কত? জানলে উড়বে হুঁশ
পাশাপাশি, ভিডিওটির পরিপ্রেক্ষিতে দু’রকমের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনুরাগীদের একাংশ মনে করছেন এহেন বক্তব্যের মাধ্যমে রোহিত আসলে বাংলাদেশের ব্যাটারদের এহেন উদ্ভট পারফরম্যান্সের মজা নিয়েছেন। আর নাহলে তাঁদের প্রতি “করুণা” করতে চেয়েছেন।
আরও পড়ুন: ISRO-র হ্যাটট্রিক! তৃতীয়বার “পুষ্পক বিমান”-এর সফল অবতরণ, ইতিহাস সৃষ্টি ভারতের
প্রসঙ্গত উল্লেখ্য যে, এবারের T20 বিশ্বকাপে বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স প্রত্যক্ষ করে ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে অনুরাগীরা বারংবার সমালোচনা করেছেন। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে খেলতে গিয়ে তাদের ঠিক কোথায় কোথায় ভুল হয়েছে সেই দিকটিও উপস্থাপিত করেছেন অনেকে। সুপার এইটের প্রথম ম্যাচটি হেরে গিয়ে বাংলাদেশ টিম চেয়েছিল ভারতের বিরুদ্ধে সাহসীভাবে খেলতে। যা করতে পারেনি ওই দল। এমনকি, টসে জিতে তাদের ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েও শুরু হয়েছে সমালোচনার ঝড়। এমতাবস্থায়, রোহিতের এহেন ভিডিও সামনে আসার পরেই অনেকেই মনে করছেন ভারতীয় ক্যাপ্টেন বাংলাদেশের খেলোয়াড়দের “অদ্ভুত” পারফরম্যান্সের জন্যই হয়তো এমন মন্তব্য করেছেন।