পন্থ ও আইয়ারের থেকে অনেক এগিয়ে! রোহিতের পর এই ক্রিকেটারই হবেন ভারতের অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে তিন ফরম্যাটেই ভারতীয় ক্রিকেটের ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে পারফরম্যান্সের ভিত্তিতে রোহিতকে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আইপিএল ২০২২-এ, রোহিত শর্মার নেতৃত্বে, মুম্বাই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে। রোহিত শর্মার বয়স এখন ৩৫ বছর। এমন পরিস্থিতিতে তাঁর পরে কে হবেন ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক তা নিয়ে চলছে জল্পনা। আইপিএলের আগে ভারতীয় দলের অধিনায়কত্বের জন্য তিনজন বড় দাবিদার ছিলেন।

Rishabh Pant 1

   

আইপিএল ২০২২-এ, রিশভ পন্তের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস ৯ ম্যাচের মধ্যে ৪ টি ম্যাচ জিতেছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খুব শিশুসুলভ ভুল করেছিলেন পন্থ। ২০তম ওভারে আম্পায়ার নো বল না দিলে রিশভ পন্ত তার খেলোয়াড়দের ফিরে আসতে আদেশ দেন। যে কোনও দলের অধিনায়কত্ব করার সময় এই আচরণ খুবই খারাপ ছিল, যা পরবর্তীতে অনেক অভিজ্ঞ খেলোয়াড়দের দ্বারা সমালোচিত হয়েছিল। একইসঙ্গে ব্যাট হাতেও এখনও অবধি ফ্লপ পন্থ। ৯ ম্যাচে তিনি মাত্র ২৩৪ রান করতে পারেন।

shreyas kkr

রোহিত শর্মার পরে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার সবচেয়ে বড় প্রতিযোগী ছিলেন শ্রেয়াস আইয়ার, কিন্তু আইপিএল ২০২২-এ পুরো চিত্র বদলে গেল। আইপিএল ২০২২-এ, আইয়ারের নেতৃত্বে, কলকাতা নাইট রাইডার্স ১০ টি ম্যাচের মধ্যে মাত্র ৪ টি জিতেছে। তিনি তার দলে রোজই কিছু না কিছু পরিবর্তন আনছেন, তারপরও সাফল্য পাচ্ছে না দলটি। শ্রেয়াস আইয়ার টুর্নামেন্টের ১০ ম্যাচে ৩২৪ রান করেছেন।

KL Rahul 100

লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল ২০১৮ সাল থেকে প্রায় প্রতিটি মরশুমে অন্তত ৬০০ রান করেছেন। এর থেকে একটা বিষয় পরিষ্কার যে অধিনায়কত্ব তার পারফরম্যান্সে প্রভাব ফেলে না। তিনি চাপ ছাড়াই সিদ্ধান্ত নেন। আইপিএল ২০২২-এ, লোকেশ রাহুলের নেতৃত্বে, লখনউ দল ১০ টি ম্যাচের মধ্যে ৭ টি জিতেছে। একই সঙ্গে লোকেশ রাহুল ব্যাট হাতে ১০ ম্যাচে দুটি সেঞ্চুরির সাহায্যে ৪৫১ রান করেছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর