‘আরে এই বোকা**’, নোংরা ভাষায় কোহলিদের গালাগালি রোহিতের! শুনে লজ্জা পেলেন অনুষ্কাও

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) ভারতীয় দলকে (Team India) চূড়ান্ত বেকায়দায় ফেলে দিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ শুরু হওয়ার আগে পিচ দেখে মনে হয়েছিল সেখানে ফাস্ট বোলারদের জন্য অফুরন্ত সাহায্য রয়েছে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর যখন রোহিত শর্মার (Rohit Sharma) টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন তখন সেই ধারণা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন অনেকেই। ভারতীয় দল প্রথম সেশনে দুটি উইকেট বার করলেও পেসারদের যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে।

এরপর দ্বিতীয় সেশন শুরু হওয়ার পরেই মহম্মদ শামি ফর্মে থাকা মার্নাস লাবুশানেকে ড্রেসিংরুমে ফেরান। তখন অনেকেই ভেবেছিলেন যে এখান থেকেই হয়তো অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের পতন শুরু হবে। কিন্তু তারপর একদিক দিয়ে স্টিভ স্মিথের ধৈর্যশীল ব্যাট অপরদিক দিয়ে ট্র‍্যাভিস হেডের আগ্রাসী রণনীতি ভারতীয় বোলারদের ব্যাকফুটে ঠেলে দেয়। দুজনের মধ্যে ২০০ রানেরও বেশি পার্টনারশিপ হয়।

তাদের পার্টনারশিপ কোনওভাবেই ভাঙা যাচ্ছে না দেখে এক সময় মেজাজ হারিয়ে ফেলেছিলেন রোহিত শর্মা। জাদেজাকে দিয়ে ম্যাচের ৩৯ তম ওভারটি করানোর সময় ক্লোজ ইন ফিল্ডারদের উদ্দেশ্যে ছাপার অযোগ্য ভাষায় কিছু মন্তব্য করেন তিনি। তার এই অপভাষা ব্যবহার করার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

যদিও ঠিক কাদের উদ্দেশ্যে এই ভাষা তিনি প্রয়োগ করেছেন সেটা বোঝা যায়নি। তখন স্লিপ ও অন্যান্য কেচিং পজিশন গুলিতে ফিল্ডিং করছিলেন বিরাট কোহলি, শুভমান গিল, চেতেশ্বর পুজারারা। তাদের মধ্যে ঠিক কাকে গালাগাল করেছেন রোহিত সেটা আর স্পষ্ট করে জানা সম্ভব নয়।

আজ অনেকের মতেই রোহিত শর্মা ভুল দল নির্বাচন করেছেন। তিনি পিচ দেখে চার পেসার নিয়ে মাঠে নেমেছেন ঠিকই, কিন্তু শামি এবং সিরাজ বাদে আর কাউকে দেখে সেরকম আশা জাগেনি। শার্দুল ঠাকুর একটি উইকেট পেলেও তিনি রান বিলিয়েছেন ওডিআই ম্যাচের ঢঙে। অনেকেই মনে করছেন যে ঠাকুরের জায়গায় যদি অশ্বিন থাকতেন তাহলে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া দলের একাধিক বাঁ হাতি ব্যাটারদের বিরুদ্ধে কোনও সমস্যা হয়তো তৈরি করতে পারতেন তিনি। ইতিমধ্যেই ট্র্যাভিস হেড নিজের শতরান পূর্ণ করে ফেলেছেন এবং ধীরে ধীরে স্টিভ স্মিথও এগিয়ে চলেছেন নিজের শতরানের দিকে।

 

সম্পর্কিত খবর

X