বাংলা হান্ট ডেস্কঃ লর্ডসে ১৫১ রানে টেস্ট ম্যাচ জিতে নিয়ে এই মুহূর্তে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে বিরাট ব্রিগেড। আগামী ২৫ আগস্ট লিডসে ইংল্যান্ডের সঙ্গে তৃতীয় লড়াইয়ে মাঠে নামবে তারা। ইংল্যান্ডের জন্য যখন একদিকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদের ওপেনাররা। তখনই অন্যদিকে ভারতের দুই মারকুটে ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুল রয়েছেন দুর্দান্ত ফর্মে। একদিকে যেমন মারমুখী মেজাজে মন মাতিয়েছেন হিটম্যান, তেমনি অন্যদিকে রান এসেছে রাহুলের ব্যাট থেকেও।
লর্ডসে প্রথম ইনিংসেই ৮৩ রানের দুরন্ত ইনিংস উপহার দেন রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে অবশ্য দ্রুত ঘরে ফেরেন মাত্র ২১ রানে, কিন্তু এরই মাঝে এক বিরল কৃতিত্বের অধিকারী হলেন তিনি। এমন কৃতিত্ব যা শচীন বিরাট কিম্বা আর কোন ভারতীয় ব্যাটসম্যানেরই নেই। ক্রিকেটের তিন ফরম্যাটেই ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচে একশোর বেশি রান সংগ্রহ করেছেন রোহিত, সেই ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।
২০১৮ সালে নটিংহ্যামে একদিনের ম্যাচে ১৩৭ রান করে অপরাজিত থাকেন রোহিত। সেই ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জিতে নেয় ভারতীয় দল। একই বছরে ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ১০০ রান করে অপরাজিত থাকেন হিটম্যান। সেই ম্যাচেও ৭ উইকেটে জয় তুলে নেয় ভারত। এদিন লর্ডসে প্রথম এবং দ্বিতীয় ইনিংস মিলিয়ে রোহিত শর্মার মোট সংগ্রহ ছিল (৮৩+২১) ১০৪ রান। ১৫১ রানে সেই টেস্ট ম্যাচও জিতে নিয়েছে ভারত।
অবশ্য শুধু রোহিত শর্মাই নয় কে এল রাহুলও লর্ডসের বোর্ডে নিজের নাম তুললেন প্রথম ইনিংসে সেঞ্চুরির পর। সব মিলিয়ে একথা বলতেই হয় যে লর্ডস ভারতকে উপহার দিল একগুচ্ছ রেকর্ড। এখন ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতে পরাস্ত করে ফিরতে পারলে বিরল কৃতিত্বের অধিকারী হবেন ক্যাপ্টেন বিরাটও।