ফাইনালে ঘুরে তাকাতে চান না রোহিতরা! তাই একজন তারকাকে বাদ দেওয়া হবে ভারতীয় দল থেকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) কোনও দুর্বলতা নেই বললেই চলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) বিশ্বকাপের (2023 ODI World Cup) সেমিফাইনাল ম্যাচে মহম্মদ শামি বাদে বাকি ভারতীয় বোলাররা খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি।কিন্তু একটা মেসেজ জন্য দলের বোলিংয়ে কোনও পরিবর্তন করবেন রোহিত শর্মা (Rohit Sharma) এমনটা ভাবা ভুল।

কিন্তু অনেকে বলছেন যে বোলিংয়ে পরিবর্তন না হলেও ব্যাটিংয়ে এখনো একটি পরিবর্তনের জায়গা রয়েছে রোহিত শর্মার কাছে। ভারতীয় দল যদিও চলতে বিশ্বকাপে কোন একজন নির্দিষ্ট ব্যাটারের ওপর নির্ভরশীল নয়। অনেকেই একাধিক ভালো ইনিংস খেলেছেন। তাহলে ব্যাটিংয়ে কোন পরিবর্তনের সম্ভাবনা সামনে আসছে।

অনেকে মনে করছেন যে সূর্যকুমার যাদবকে পরিবর্তন করে ঈশান কিষানকে আরও একটা সুযোগ দিতে পারেন রোহিত শর্মা। সূর্যকুমার যাদব চলতে বিশ্বকাপে অনেকগুলি সুযোগ পেয়েছেন হার্দিক পান্ডিয়া চোট পেয়ে ছিটকে যাওয়ার পর থেকে। কিন্তু কেবলমাত্র একটি ৪৯ রানের ইনিংস ছাড়া আর মনে রাখার মত কিছু করতে পারেননি তিনি।

আরও পড়ুন: মুখে হাসি, কিন্তু ভারতীয় দলের একটি ব্যাপার নিয়ে চিন্তিত রোহিত! পাকিস্তানকে দেখে নেওয়া হচ্ছে শিক্ষা

অপরদিকে ঈশান কিষাণ বিশ্বকাপের আগে অসাধারণ ফর্মে ছিলেন ভারতীয় দলের জার্সিতে। টপ অর্ডার এবং মিডল অর্ডার, দুই জায়গাতেই সফল হয়েছিলেন তিনি। কিন্তু সূর্যকুমার যাদবের কাছে যে ফিনিশিংয়ের ক্ষমতা রয়েছে ম্যাচের শেষ পর্যায়ে, সেটা কি ঈশান করে দেখাতে পারবেন? এই প্রশ্ন তুলছেন অনেকে।

আরও পড়ুন: সৌরভ, সচিনকে ছুঁলেন শামি! ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা

এক্ষেত্রে অনেকে বলছেন যে তিনি না পারলেও ভারতীয় দলের সেই ভূমিকা পালন করার ক্ষমতা রয়েছে লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজার। ভারতীয় দল যদি ফাইনালে শুরুর দিকে পরপর উইকেট হারায় তাহলে একজন এমন ক্রিকেটারের প্রয়োজন হবে যিনি ইনিংস গড়ে তোলার ক্ষমতা রাখেন। আর সূর্যকুমার যাদবের শেষ এই কাজটা ঈশান বেশি ভালো করতে পারবেন। ফাইনাল ম্যাচে আর কোনওরকম ঝুঁকি নিতে রাজি নন ভারতীয় ভক্তরা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর