বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের মতো দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত। বর্তমানে দারুণ ফর্মে চলছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল এখনও কোনও ম্যাচ হারেনি। আজ কেমন হতে পারে ভারতীয় দলের প্রথম একাদশ?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওপেন করতে নামেন অধিনায়ক রোহিত শর্মা ও ঈশান কিষানের জুটি। দুজনে মিলে প্রথম উইকেটে ১১১ রানের জুটি গড়েন। ভারতকে জয় এনে দিতে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইশান কিশান। একই সময়ে অধিনায়ক রোহিত শর্মা করেন ৪৪ রান। তাদের ওপেন করতে নামা নিশ্চিত। তিন নম্বরে শ্রেয়স আইয়ারের মাঠে নামা নিশ্চিত। প্রথম ম্যাচে তিনি ৫২ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন।
দীপক হুডা পাঁচ নম্বরে নামার খুব বড় দাবিদার। প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও বোলিং করেছিলেন তিনি। তার আগে সঞ্জু স্যামসনকে চার নম্বরে নামিয়ে দেখা যেতে পারে, সঞ্জু বরাবরই বড় ইনিংস খেলার জন্য পরিচিত। তাকে যতটা বেশি সময় দেওয়া যাবে ততই ভালো। ৬ নম্বরে ভেঙ্কটেশ আইয়ারের জায়গা নিশ্চিত।
সাত নম্বরে সবার নজর থাকবে রবীন্দ্র জাদেজার দিকে। তার অলরাউন্ড দক্ষতা ঝালিয়ে নিতে তাকে পরিস্থিতি বুঝে আগেও নামাতে পারেন রোহিত শর্মা। একই সঙ্গে যুজবেন্দ্র চাহালের জায়গায় কুলদীপ যাদবের জায়গা হতে পারে আজ। কুলদীপ যাদবকে ভারতীয় দলে ফেরত আসার পর খুব বেশি মাঠে নামেননি। সেই সঙ্গে এই ম্যাচেও হর্ষল, ভুবি এবং বুমরা জুটির ওপর ভরসা করবে ভারত।