নিয়মরক্ষার ম্যাচ নিয়েও সিরিয়াস রোহিত! ভারতীয় দলে কেবল একটি পরিবর্তনের সম্ভাবনা  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সব ফরম্যাট মিলিয়ে কেটে গিয়েছে ২৬ টি সিরিজ। কিন্তু ভারতের মাটিতে কোন দ্বিপাক্ষিক সিরিজ জেতা সম্ভব হয়নি শ্রীলঙ্কার পক্ষে। তাদের এবারের ভারত সফরেও ধারাটা অব্যাহত রইল। টি-টোয়েন্টি সিরিজে কিছুটা লড়াই করলেও ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতীয় দলের (Team India) কাছে পর্যদুস্ত হয়েছে শ্রীলঙ্কা। মূলত ব্যাটারদের ধারাবাহিকতার অভাবই রোহিতদের (Rohit Sharma) বিরুদ্ধে তাদেরকে ভুগিয়েছে।

তবে ভারতীয় দলের এই মুহূর্তে আত্মতুষ্টির কোন জায়গা নেই। শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ক্রিকেটে একটিযোগ্য প্রতিপক্ষ হলেও ওডিআই ফরম‍্যাটে তারা আপাতত অনেক পিছিয়ে। গৌতম গম্ভীর বারংবার মনে করিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজ জয় কোনও তাৎপর্যপূর্ণ বিষয় নয়। এর আগে পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে ওডিআই সিরিজ হারতে হয়েছে ভারতীয় দলকে। কাজেই আত্মতুষ্টির কোনও জায়গা নেই।

deep blue team india

ভারতীয় দলে এই সিরিজ থেকে কিছু এমন ক্রিকেটারকে পেয়েছে যারা ধারাবাহিকভাবে করে যাচ্ছেন গত কয়েক মাস ধরে। এই সিরিজের পারফরম্যান্স নিশ্চিত করেছে যে তাদের গত কয়েক মাসের পারফরম‍্যান্স সাময়িক সাফল্য ছিল না। শুভমান গিল, মহম্মদ সিরাজ, উমরান মালিকরা দলকে ভরসা দিচ্ছেন।

যেহেতু সামনে পরপর একাধিক ওডিআই সিরিজ রয়েছে তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারেন রোহিত। লোকেশ রাহুল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে অনুপস্থিত থাকছেন। তখন সুযোগ দিতেই হবে উইকেটরক্ষক ঈশান কিষানকে। তাই এই ম্যাচেও সূর্যকুমার যাদব এবং ঈশানের দলে থাকার সম্ভাবনা কম। আজকের নিয়মরক্ষার ম্যাচে শুভমান গিলের সাথেই সম্ভবত ওপেন করতে নামবেন রোহিত শর্মা।

বাকি দলের ক্ষেত্রেও পরিবর্তনের সুযোগ কম। যদি চাহাল অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে ওঠেন তাহলে কুলদীপ যাদব ইডেনে ভালো পারফরম্যান্স করার পরেও হয়তো বেঞ্চে বসতে পারেন। ৩-০ ফলেই যাতে ভারতীয় দল সিরিজ জিততে পারে, সেই বিষয়টি দেখবেন রোহিত শর্মা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর