ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ৪টি পরিবর্তন আনবেন রোহিত! এই ক্রিকেটাররা থাকবেন না প্রথম একাদশে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে হারের মুখে পড়ে ভারত। তৃতীয় একদিনের ম্যাচে ভারতকে চার রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা ক্লিন সুইপ করেছে। দক্ষিণ আফ্রিকা সফরে অনেক ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সই খুব খারাপ হয়েছে। এমতাবস্থায় বেশ কয়েকজনের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল থেকে বাদ পড়া নিশ্চিত। নির্বাচক ও অধিনায়ক রোহিত শর্মা এই খেলোয়াড়দের আর কোনও সুযোগ দিতে চাইবেন না।

ভারতের মিডল অর্ডার ব্যাটাররা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শোচনীয়ভাবে ব্যর্থ হয়। শ্রেয়স আইয়ার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ না পেলেও তিনটি ওডিআই ম্যাচেই প্রথম একাদশে ছিলেন। কিন্তু তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হন। শ্রেয়াস আইয়ার প্রথম ওয়ানডেতে ১৭ রান, দ্বিতীয় ওয়ানডেতে ১১ রান এবং তৃতীয় ওয়ান ডে-তে ব্যক্তিগতভাবে সিরিজের সর্বোচ্চ ২৬ রান করেন। তার দুর্বল ব্যাটিংয়ের কারণে ভারতীয় মিডল অর্ডার ভেঙে পড়ে এবং ভারতকে হোয়াইটওয়াশ হতে হয়। তিনটি ম্যাচেই একই গল্প ছিল।

   

বোলিংয়ের দিকে তাকালে দেখা যাবে ভুবনেশ্বর কুমার তার কেরিয়ারের সবচেয়ে খারাপ সময় পার করছেন। তার বলের পরিচিত সুইং উধাও যার জন্য তিনি পরিচিত ছিলেন। তার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা সহজেই রান করেন। তৃতীয় ওয়ান ডে-তেই তাকে বসিয়ে দেওয়া হয়েছিল। দলের সবচেয়ে বড় বোঝা হয়ে উঠেছিলেন তিনি। তার জায়গায় ওয়েস্ট ইন্ডিজ সফরে তৃতীয় একদিনের ম্যাচের মতোই দলে রাখা যেতে পারে প্রসিদ্ধ কৃষ্ণাকে যিনি স্বল্প সুযোগে দুর্দান্ত বোলিং করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।

সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার পিচ রবিচন্দ্রন অশ্বিন এবং চাহাল সেসব পিচে একেবারেই সফল হতে পারেননি। উইকেট থেকে তারা টার্নও পাননি, রানও আটকাতে পারেননি। এমন পরিস্থিতিতে তাদের পরিবর্তে রাহুল চাহার, অক্ষর প্যাটেলদের সুযোগ দিয়ে দেখা যেতে পারে। তবে পুরোটাই নির্ভর করে অধিনায়ক রোহিত শর্মার মতামতের ওপর।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর