ইংল্যান্ডকে চমকে দেওয়ার জন্য এই বিশেষ চাল দেবে রোহিত! পাকিস্তানকেও টপকাতে পারবে না রুটরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডকে হারিয়ে এই মুহূর্তে ফুরফুরে মেজাজে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। পরের ম্যাচে তাদের মাঠে নামতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England)। পরপর ম্যাচ হেরে বিশ্বকাপের (2023 ODI World Cup) সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে ব্রিটিশরা। কিন্তু তবু ভারতীয় দলের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে। কারণ নিউজিল্যান্ড ম্যাচের মতোই এই ম্যাচেও রোহিত শর্মা (Rohit Sharma) পাবেন না তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। গত ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ম্যাচ জিতলেও হার্দিক যে ভারতীয় দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, তা সকলেই জানেন।

বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমে নিজের বোলিংয়েই পা বাড়িয়ে একটি স্ট্রেট ড্রাইভ আটকাতে গিয়ে গোড়ালির লিগামেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় হার্দিকের। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। জানা গিয়েছে যে ইংল্যান্ড ম্যাচ ছাড়াও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেও তিনি মাঠে নামতে পারবেন না।

এমন পরিস্থিতিতে রোহিত শর্মার কাছে অত্যন্ত সমস্যার বিষয় হয়ে দাঁড়াচ্ছে বোলিং। হার্দিক দলে থাকলে ষষ্ঠ অপশনও হাতে থাকতো। এখন সেটা না হওয়ায় তার জন্য মূল বোলারকে দিয়েই কাজ চালাতে হবে ভারতীয় অধিনায়ককে। কিন্তু এই সমস্যার একটি অভিনব উপায় বার করার চেষ্টায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: হার্দিক পান্ডিয়াকে নিয়ে কাঁদিয়ে দেওয়ার মতো আপডেট পেলো BCCI! মাথায় হাত রোহিতের

হার্দিক পান্ডিয়া যেদিন চোট পেয়েছিলেন, সেদিন তিনি নিজের ওভারটিও সম্পূর্ণ করতে পারেননি। তিন বল করে তিনি সেদিন ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পর তার জায়গায় বল হাতে ওই ওভারটি সম্পূর্ণ করেছিলেন বিরাট কোহলি। তিনটি বল করে মাত্র দুই রান দিয়েছিলেন তিনি বাংলাদেশের বিরুদ্ধে।

kohli bowling

আরও পড়ুন: কোহলি শতরান করলে ভারত বিশ্বকাপ জিতবে না! বিস্ফোরক গৌতম গম্ভীর

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে তাকে দিয়ে আলাদা করে বোলিং অনুশীলন করাতে দেখা গেল রোহিত শর্মাকে। ভারতীয় অধিনায়ক যখন ব্যাটিং অনুশীলন করছিলেন, ঠিক তখনই বল হাতে এগিয়ে আসেন কোহলি। রোহিত ছাড়াও শুভমান গিলের বিরুদ্ধেও হাত ঘোরাতে দেখা যায় তাকে। ইংল্যান্ডের বিরুদ্ধে তাহলে কি অলরাউন্ডার কোহলিকে আবার মাঠে দেখা যাবে পুরনো দিনের মতো? উত্তর পাওয়া যাবে ৩ দিনের মধ্যে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর