৩৮ বছরে পা দিলেন রোহিত! গাড়ি-বাড়ি সহ মোট কত সম্পদের অধিকারী হিটম্যান? চমকে দেবে পরিসংখ্যান

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বুধবার অর্থাৎ ৩০ এপ্রিল ৩৮ বছরে পদার্পণ করলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma)। এমতাবস্থায়, জন্মদিন উপলক্ষ্যে সমগ্র বিশ্বের ক্রিকেট অনুরাগীদের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছেন তিনি। এদিকে, “হিটম্যান” যে কেবল ক্রিকেট মাঠেই নিজের দাপট দেখান এমনটা কিন্তু নয়, বরং উপার্জনের দিক থেকেও তিনি চমকে দিয়েছেন সবাইকে। প্রতি বছর কোটি কোটি টাকা আয় করেন তিনি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি দেশের অন্যতম ধনী ক্রিকেটার হিসেবে বিবেচিত হন। তবে, আপনি কি জানেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ কত?বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

রোহিত শর্মার (Rohit Sharma) মোট সম্পদের পরিমাণ:

প্রথমেই জানিয়ে রাখি যে, রোহিত শর্মা (Rohit Sharma) বর্তমানে IPL ২০২৫-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। তিনি এই মরশুমে এখনও পর্যন্ত ৯ টি ম্যাচে ২৪০ রান করেছেন। রোহিত শর্মা ২০০৭ সালের জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁর প্রথম ODI ম্যাচ খেলেছিলেন। এদিকে ২০০৭ সালের সেপ্টেম্বরে তাঁর T20 অভিষেক ঘটে। দ্বিতীয় ম্যাচেই, রোহিত প্রথম ইনিংসে ৫০ রান করেন।

Rohit Sharma net worth update.

রোহিত শর্মার কেরিয়ার: জানিয়ে রাখি যে, টেস্টে রোহিত (Rohit Sharma) এখনও পর্যন্ত ৬৭ টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ১২ টি সেঞ্চুরি এবং ১৮ টি হাফ-সেঞ্চুরির সাহায্যে করেন ৪,৩০১ রান। এদিকে, রোহিত ২৭৩ টি ODI ম্যাচে ১১,১৬৮ রান করেছেন। যার মধ্যে ৩২ টি সেঞ্চুরি রয়েছে। এছাড়াও, ১৫৯ টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলে হিটম্যান ৪,২৩১ রান করেছেন। ২০২৪ সালের T20 বিশ্বকাপ জয়ের পর রোহিত আন্তর্জাতিক T20 থেকে অবসর নেন। কিন্তু তিনি ODI এবং টেস্টে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করছেন।

রোহিত শর্মার মোট সম্পদের পরিমাণ: রিপোর্ট অনুসারে, রোহিত শর্মার (Rohit Sharma) মোট সম্পদের পরিমাণ প্রায় ২১৪ কোটি টাকা। ক্রিকেট ছাড়াও, রোহিত ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং তা’র দুটি অ্যাপার্টমেন্টের ভাড়া থেকেও অর্থ উপার্জন করেন। প্রতি মাসে তিনি অ্যাপার্টমেন্টের ভাড়া থেকে ৩ লক্ষ টাকা আয় করেন।

আরও পড়ুন: ফিরল শ্রীসন্থ-হরভজনের স্মৃতি! আচমকাই রিঙ্কুকে সপাটে চড় মারলেন কুলদীপ, শুরু হইচই

আয়ের উৎস: BCCI-এর কেন্দ্রীয় চুক্তিতে রোহিত শর্মা (Rohit Sharma) গ্রেড “এ+” ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত রয়েছেন। যেখানে তিনি থেকে বার্ষিক ৭ কোটি টাকা বেতন পান। এছাড়াও, তিনি ODI, টেস্ট, এবং T20 ম্যাচের জন্যও ভালো পরিমাণ পারিশ্রমিক নেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রোহিত একটি টেস্ট ম্যাচের জন্য ১৫ লক্ষ টাকা পান। রোহিত ODI ম্যাচের জন্য পান ৬ লক্ষ টাকা। এদিকে, রোহিত প্রতিটি T20 ম্যাচের জন্য ৩ লক্ষ টাকা পান।

ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ উপার্জন: প্রসঙ্গত উল্লেখ্য যে, ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমে রোহিত (Rohit Sharma) বিপুল পরিমাণ অর্থ আয় করেন। রোহিত ড্রিম-১১ থেকে শুরু করে অ্যাডিডাস, নিসান, ওপ্পো এবং লা লিগার মতো একাধিক বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন দেন। রিপোর্ট অনুযায়ী, ক্রিকেটাররা এনডোর্সমেন্ট চুক্তির জন্য ৫ থেকে ৭ কোটি টাকা নেন।

আরও পড়ুন: ক্রমশ বাড়ছে সঙ্কট! এবার ভেঙে ৩ টুকরো হয়ে যাবে পাকিস্তান? ঘুম উড়ল পড়শি দেশের

ক্রিকেটারের বিলাসবহুল জীবন: রোহিত শর্মা (Rohit Sharma) বিলাসবহুল জীবনযাপন করেন। মুম্বাইতে এই ক্রিকেটারের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। যার দাম প্রায় ৩০ কোটি টাকা বলে জানা গেছে। বাড়িটি ৬,০০০ বর্গফুট জুড়ে বিস্তৃত। এছাড়াও রোহিত বিলাসবহুল গাড়ির খুব পছন্দ করেন। তিনি BMW X3, Mercedes GLS 400D, Toyota Fortuner-এর মতো একাধিক দামি গাড়ির মালিক।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X