একসময় ছিল না ক্লাস ফি দেওয়ার ৫০০ টাকা, আজ সেই রোহিত শর্মাই ৩০ কোটির বাংলোর মালিক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: একজন মানুষের জীবনে অপর মানুষ বাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হলো খাদ্য, বস্ত্র ও বাসস্থান। বাকি সব তার পরে আসে। পৃথিবীর অনেক দম্পতিরই স্বপ্ন থাকে নিজেদের একটি সুন্দর বাংলো কেনার। গ্রাম এবং ছোট শহরে একটি নিজস্ব বড় বাড়ি খুঁজে পাওয়া এখনও কিছুটা সহজ কিন্তু বড় শহরগুলিতে নিজের একটি বাড়ি কেনা একটি বড় স্বপ্নের মতো। মুম্বাই এবং দিল্লির মতো মহানগরে কিছু বড় তারকার বাড়ি রয়েছে। কিন্তু এই শহরগুলিতে সবাই একটি সুন্দর এবং বাড়ি কেনার ক্ষমতা রাখে না।

সময়ের সাথে সাথে, চলচ্চিত্র তারকাদের পাশাপাশি, ক্রিকেট তারকাদের বাড়িগুলিও মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে শিরোনাম আসতে শুরু করেছে। গত কয়েক দশকে ক্রিকেটের জগতের সাথে জড়িত মানুষদের আর্থিক অবস্থার প্রভুত উন্নতি ঘটেছে। ভারতীয় দলের ক্রিকেটাররা বিশাল অংকের টাকা রোজগার করেন এখন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, যিনি হিটম্যান নামে পরিচিত, তিনিও এর ব্যতিক্রম নন। ক্রিকেটার রোহিত শর্মাও তার খেলার মধ্যে দিয়ে উপার্জিত অর্থ দিয়ে একটি নতুন বিলাসবহুল বাড়ি কিনেছেন। রোহিত আর তার স্ত্রী রিতিকার বাড়িটা খুবই বিলাসবহুল।

   

বড় লোকেরা বলে যে যে কোনও ব্যক্তি তার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দিয়ে সবকিছু অর্জন করতে পারে। রোহিত শর্মার ক্ষেত্রেও তাই ঘটেছে। একটা সময় ছিল যখন রোহিত শর্মা একটা ছোট বেডরুমের বাড়িতে থাকতেন। খুব কম খরচে বাঁচতে হয়েছে তাকে। শৈশবে স্কুলের ফি দেওয়ার জন্য তার কাছে ৫০০ টাকাও সবসময় থাকতো না। এরপরে ক্রিকেটের জগতে প্রবেশ। “প্রবল প্রতিভাবান কিন্তু ধারাবাহিকতা নেই” তকমা থেকে নিজেকে উন্নত করা এবং আজকে ভারতীয় দলের অধিনায়ক হওয়া রোহিত শর্মা সফল ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ৩০ কোটি টাকার নতুন বাড়ি কিনেছিলেন। বাড়িটিকে মুম্বাইয়ের সবচেয়ে ব্যয়বহুল বাড়িগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। মুম্বাইয়ের ওরলিতে রোহিত শর্মার এই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট অবস্থিত।

Rohit Sharma house

এই আহুজা অ্যাপার্টমেন্টে রোহিতের বাসস্থানটি ২৯ তলায়। এত উচ্চতায় তার বাড়িটি এবং এত বিলাসবহুল যে সকলেই মুগ্ধ হবেন। তার বাসস্থানটিতে একটি অফিস রুম, মিনি থিয়েটার এবং ব্যবসায়িক বৈঠকের জন্য সুইমিং পুল রয়েছে। এই বিলাসবহুল বাড়িটির ডিজাইন করেছেন সিঙ্গাপুরের বিখ্যাত ডিজাইনার পামার অ্যান্ড টার্নার। রোহিত শর্মার অ্যাপার্টমেন্টটি ৬০০০ বর্গফুট জায়গায় তৈরি। রোহিত শর্মার বাড়িতে সব আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে। বাগদানের পর রোহিত শর্মা ২০১৫ সালে ৩০ কোটি টাকায় বাড়িটি কিনেছিলেন। সবচেয়ে ভালো দিক হলো রোহিত শর্মার বাড়ির বারান্দা থেকে আরব সাগরের অপূর্ব দৃশ্য দেখা যায়। বাড়ির নেম প্লেটে রোহিত শর্মার স্ত্রী রিতিকা ও মেয়ে সামাইরার নামও লেখা রয়েছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর