‘এই পরাজয়ের জন্য দায়ী আমি’, মুম্বইয়ের লাগাতার হারের দায় নিজের ঘাড়ে নিলেন অধিনায়ক রোহিত

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, দশটি টিমকে নিয়ে এক নতুন ফরম্যাটে শুরু হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।ফলে স্বভাবতই সকল ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা রয়েছে চরমে। তবে আইপিএল এর শুরুতে জয়-পরাজয় দিয়ে সকল টিম শুরু করলেও এখনো পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি আইপিএলের সবচেয়ে ধারাবাহিক টিম এবং পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। পরপর ছটি ম্যাচে হারার ফলে বর্তমানে কোণঠাসা হয়ে পড়েছে রোহিত শর্মা-বুমরাসহ একাধিক তারকা সমৃদ্ধ দল মুম্বই। আর শনিবার লখনউ সুপার জায়ন্টস দলের কাছে হারের পর অবশেষে মুখ খুললেন দলের অধিনায়ক রোহিত শর্মা।

এবারের আইপিএলে প্রথম ম্যাচ থেকেই খারাপ ফর্ম অব্যাহত রয়েছে রোহিতের। রান না পাওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবে প্রতিটি ম্যাচে হারার ফলে স্বভাবতই শনিবার হতাশ দেখায় তাঁকে। ম্যাচের পরে রোহিতকে দলের হারের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি যদি জানতাম যে বর্তমানে দলের ভিতরে ভুলটা ঠিক কোন জায়গায় রয়েছে, তবে তা এক্ষুণি শুধরানো যেত। কিন্তু সে রকম ব্যাপার এখনো পর্যন্ত আমাদের সামনে উপস্থিত হয়নি। কিন্তু তা সত্বেও দলের হারের জন্য অধিনায়ক হিসেবে আমি দায়ী।”

এরপর রোহিত আরো বলেন, “ভবিষ্যতে অধিনায়ক হিসেবে আমি আমার সমস্ত অভিজ্ঞতা ব্যবহার করব এবং চেষ্টা করব যাতে মুম্বই ইন্ডিয়ান্স একটা দল হিসেবে পারফর্ম করে এই মুশকিল সময় থেকে বের হয়ে আবার জয়ের সরণিতে ফিরতে পারে। এটাই আমাদের লক্ষ্য।” শনিবার মুম্বই এবং লখনউ দলের ম্যাচের দিকে নজর ছিল সকলের। পরপর পাঁচ ম্যাচ হারের পর এদিন রোহিতরা যে ঘুরে দাঁড়াবে, সেই আশা নিয়ে বুক বেঁধেছিলেন সকল মুম্বই ফ্যানেরা। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই আশায় জল ঢেলে দেন প্রতিপক্ষ দলের অধিনায়ক কে এল রাহুল।

শনিবার রাহুল সেঞ্চুরি করার পাশাপাশি তাঁর টিম প্রথম ইনিংস শেষে মুম্বইকে 200 রানের বিরাট লক্ষ্যমাত্রা দেয়। তবে শেষ পর্যন্ত মাত্র 181 রানেই শেষ হয়ে যায় MI-এর ইনিংস। ব্যাটিং ও বোলিং বিপর্যয় নিয়ে এদিন রোহিত বলেন, “আমাদের বোলাররা এদিন ভালই বল করছিল। তবে রাহুলের অসামান্য পারফরম্যান্সের জন্য শেষ পর্যন্ত আমাদের হার মানতে হলো। তবে আমাদের ব্যাটিংয়ে এখনো বেশ কিছু উন্নতির প্রয়োজন রয়েছে। আমাদের উচিত ছিল ম্যাচে অন্তত একটা ভালো পার্টনারশিপ গড়ে তোলা, কিন্তু সেই চেষ্টাতে আমরা দিনশেষে ব্যর্থ।”

দলের ষষ্ঠ হার হলেও এখনো কি আশা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের? কিছুটা অতীতে গেলে দেখা যাবে, মুম্বই দল যে বছর তাদের দ্বিতীয় আইপিএল খেতাব জেতে, সেবারেও পরপর পাঁচ ম্যাচে হারের সাক্ষী থেকেছিল সকল ক্রিকেটপ্রেমীরা। ফলে এবারেও কি সেরকম কোনো দৃশ্য দেখা যাবে নাকি, তা জানার জন্য আপনাকে 29 শে মে, আইপিএল ফাইনালের দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর