বাংলা হান্ট ডেস্ক: শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও হেরেছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। পুণের মাঠে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ড ১১৩ রানে জিতে যায়। যার ফলে ৩ ম্যাচের এই টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে কিউইরা। অর্থাৎ, এই সিরিজ পকেটে পুরেছে তারা।
কি জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma):
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা দুই টেস্ট হেরে গেলেও এবার বড় প্রতিক্রিয়া দিলেন রোহিত শর্মা। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি দলের ব্যাটার কিংবা বোলারদের এই হারের জন্য দায়ী করেননি।
পুণে টেস্টে হারের পর রোহিত (Rohit Sharma) জানান যে, “এটা হতাশাজনক। আমরা এটা আশা করিনি। আমাদের কৃতিত্ব দিতে হবে নিউজিল্যান্ডকে। তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। আমরা কিছু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। আমরা সেইসব চ্যালেঞ্জে সাড়া দিতে ব্যর্থ হয়েছি। আমি মনে করি না আমরা বোর্ডে সন্তোষজনক রান দিয়েছি। জিততে হলে ২০ উইকেট প্রয়োজন। কিন্তু বোর্ডে রান করাটাও গুরুত্বপূর্ণ। আমরা নিউজিল্যান্ডকে প্রায় ২৫০-তে সীমাবদ্ধ রেখেছিলাম। যা একটি দুর্দান্ত কামব্যাক ছিল। কিন্তু আমরা জানতাম এটা চ্যালেঞ্জিং হতে চলেছে।”
আরও পড়ুন: এবার বিদেশের মাটিতে বাজবে আদানির ডঙ্কা! দুবাইতে তৈরি করলেন নতুন কোম্পানি
ভারতীয় অধিনায়ক (Rohit Sharma) আরও জানান যে, “নিউজিল্যান্ডকে ২৫৯ রানে আউট করার বিষয়টি ভালো ছিল। এটা খুব একটা কঠিন পিচ ছিল না। প্রথম ইনিংসে আমরা যদি একটু কাছাকাছি থাকতাম তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। আমরা ওয়াংখেড়েতে ভালো পারফর্ম করতে চাই এবং টেস্ট জিততে চাই। এটি একটি যৌথ ব্যর্থতা। আমি এমন ব্যক্তি নই যে শুধু ব্যাটার বা বোলারদের দোষারোপ করব। আমরা আরও ভালো উদ্দেশ্য, ভালো ধারণা এবং আরও ভালো পদ্ধতি নিয়ে ওয়াংখেড়েতে প্রবেশ করব।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এবং শেষ টেস্ট শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। যেটি সম্পন্ন হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
আরও পড়ুন: ১২ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হারল ভারত, ইতিহাস গড়ল নিউজিল্যান্ড
এদিকে, তৃতীয় দিনে ভারতের সামনে ৩৫৯ রানের কঠিন লক্ষ্য ছিল। ওপেনার যশস্বী জয়সওয়াল ৬৫ বলে ৯ টি চার ও ৩ টি ছক্কায় ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। যদিও অপর প্রান্ত থেকে সমর্থন পাননি যশস্বী। রোহিত (Rohit Sharma) ৮ রান করেন এবং বিরাট কোহলি করেন ১৭ রান। শুভমান গিল ২৩ রান এবং রবীন্দ্র জাদেজা ৪২ রান করেন। ঋষভ পন্থ খাতা খুলতে পারেননি। এদিকে, নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৫৯ রান করে এবং প্রথম ইনিংসে ভারতকে মাত্র ১৫৬ রানে আউট করে। অবাক করার মত বিষয় হল, ভারত গত ১২ বছরে এই প্রথম দেশের মাটিতে টেস্ট সিরিজ হেরেছে।