বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies vs India) সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু ভারতীয় দল যেভাবে জয় পেয়েছে তা নিয়ে সন্তুষ্ট নয় অনেক ভারতীয় সমর্থকরা। দুর্বল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাত্র ১১৪ রান তাড়া করতে গিয়ে পাঁচজন ব্যাটার আউট হয়েছিল ভারতে। বিশ্বকাপের আগে এই ব্যাপারটা চিন্তায় রাখবে ভারতীয় দলকে।
গতকাল ভারতের হয়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলে টপ অর্ডারে ব্যাটিং করেননি। পরপর উইকেট পড়ায় রোহিত শর্মাকে শেষ পর্যন্ত ৭ নম্বরে ব্যাটিং করতে নামতে হয়েছিল। কিন্তু বিরাট কোহলি মাঠেই নামেননি ব্যাট হাতে। কত বছর পর এমন ঘটনা ঘটল সেটা ভাব দেখে বেশ অবাকই হতে হয়! হিসাব বলছে যে শেষবার ২০১১ সালে রোহিত শর্মা এত নিচুতে ব্যাটিং করেছিলেন।
কিন্তু কেন আচমকাই নিজেদেরকে সরিয়ে নিলেন রোহিত ও বিরাট? ম্যাচ শেষ হওয়ার পরে এই প্রশ্নের জবাব দিয়েছেন রোহিত শর্মা। ১২ রানে অপরাজিত থাকা ভারতীয় অধিনায়ক জানিয়েছেন যে দলের বাকি ব্যাটারদের পর্যাপ্ত সুযোগ দেওয়াই তাদের উদ্দেশ্য বিশ্বকাপের প্রস্তুতির একটা অংশ হিসেবে। কাল টার্গেট কম থাকায় সেটাই করা হয়েছে।
রোহিত ম্যাচের সাক্ষাৎকারে বলেছেন, “সত্যি কথা বলতে আমি ভাবিনি যে পিচ এমন আচরণ করবে। আমরা যারা ব্যাটিং করার সুযোগ কম পাচ্ছে তাদের ব্যাটিংয়ের সুযোগ দিতে চেয়েছিলাম। আমরা ভবিষ্যতেও এমন কিছু করতে পারি যাতে সকলের ব্যাটিং প্রস্তুতির সুযোগ পায়। এতে সকলের আত্মবিশ্বাস বাড়বে।”
কিন্তু বিরাট ও রোহিত নিজেদের সরিয়ে নিলেও ভারতীয় ব্যাটিং খুব একটা আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। শুভমান গিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকেই ভারতীয় দলের জার্সিতে একেবারেই ছন্দহীন। সূর্যকুমার যাদব আরও একবার সুযোগ পেলেও ওডিআই ফরম্যাটে ব্যর্থ। ঈশান কিষাণ দু-একবার জীবনদান পেয়ে হাফ সেঞ্চুরি করলেও ম্যাচ ফিনিশ করে আসতে পারেননি। বিশ্বকাপের আগে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজের মতো বর্তমানে দুর্বল দলের বিরুদ্ধে এমন পারফরম্যান্স খুবই চিন্তার বিষয়।