“ওদের জানিয়ে দিয়েছি”, পাকিস্তানের বিরুদ্ধে কেমন একাদশ নামাবেন তা ঠিক করে ফেলেছেন রোহিত! প্রকাশ্যে এলো সত্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর বাকি মাত্র এক সপ্তাহ। তারপরেই আরও একবার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনার আঁচ অনেক আগে থেকেই চলতে শুরু করে দিয়েছে। চলতি বছরে ইতিমধ্যেই দুবার মুখোমুখি হয়েছে দুই দল। দুই দলই একবার করে জয় পেয়েছে। দ্বিতীয় সাক্ষাতে কে বাজি মারবে সেটা দেখার জন্যে উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা।

এই ম্যাচটা নিয়ে গিয়ে চাপে রয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাকে এই প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে বড় টুর্নামেন্ট এর আগে প্রতিটা ম্যাচে নিয়েই তারা চিন্তায় থাকেন, পাকিস্তান ম্যাচও তার ব্যাতিক্রম নয়। এই ম্যাচের জন্য বাড়তি কোনো চাপ নিচ্ছেন না সেটাও জানিয়ে দিয়েছেন রোহিত। ভারত অধিনায়ক বলেছেন, “পাকিস্তানের সঙ্গে যখনই এশিয়া কাপে আমরা মুখোমুখি হয়েছিলাম তখন দুই দলের ক্রিকেটাররা নিজেদের পরিবার, ব্যক্তিগত জীবন, আমাদের কাছে কি কি গাড়ি আছে এই সমস্ত ব্যাপার নিয়েও মাঠে আলোচনা করেছিলাম। আমরা জানি ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ কিন্তু তার মানে এই নয় যে প্রতিটা মুহূর্তে সেই নিয়ে ভাবতে হবে।”

   

rohit sharma sixteen nine

পাকিস্তানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে বুমরার মতো তারকারা অনুপস্থিতির প্রভাব ফেলবে কিনা সে বিষয়ে রোহিতকে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, “আমরা অনেক বিশেষজ্ঞ চিকিত্সকদের সঙ্গে কথা বলেছি এবং তারা প্রত্যেকেই বলেছেন যে এইমুহূর্তে ওকে খেলানোটা বড্ড ঝুঁকির কাজ হয়ে যাবে। ওর এখন মাত্র ২৭-২৮ বছর বয়স। ওর কেরিয়ারের ক্ষতি হোক এমন কোনও সিদ্ধান্ত আমরা নিতে চাই না।”

পাকিস্তানের বিরুদ্ধে দল নির্বাচনের ব্যাপারে কবে সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে প্রশ্ন করা হলে রোহিত জানিয়েছেন, “আমি শেষমুহূর্তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বাসী নই। আমি ইতিমধ্যেই ভেবে রেখেছি ওইদিন কারা মাঠে নামবে এবং তাদেরকে জানিয়েও রেখেছি যাতে তারা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে।” রোহিত শর্মার এই পছন্দের একাদশ কেমন হতে পারে, সেই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। সাম্প্রতিক ফর্ম ও রোহিতের পছন্দের ওপর নির্ভর করে সেই একাদশটি কেমন হতে পারে তা প্রতিবেদনের পরবর্তী অংশ তুলে ধরা হলো।

রোহিত শর্মার পছন্দের ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক) বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, রবি অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর